টলিউডের সুন্দরী ও আকর্ষণীয় নায়িকাদের মধ্যে অন্যতম হলেন স্বস্তিকা মুখার্জি। অসংখ্য ছবিতে অভিনয় করে কেড়েছেন হাজারও দর্শকের মন। যে কোন চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে বেশ পটু এই অভিনেত্রী। ফের বাংলাদেশের ছবিতে অভিনয় করতে চলেছেন টলিউডের বোল্ড অভিনেত্রী স্বস্তিকা।
এইবার চঞ্চল চৌধুরির সঙ্গে জুটি বাঁধতে চলেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। কানাঘুষো অবশ্য এমনটাই শোনা যাচ্ছে। আর চিত্রনাট্যও নাকি দারুণ পছন্দ অভিনেত্রীর। তাই শোনার পরই সবুজ সংকেত দিতে দেরি করেননি। কবে থেকে শুটিং শুরু হচ্ছে? সেটা অবশ্য এখনও চূড়ান্ত হয়নি। তবে এই জল্পনা সত্যি হলে, দুই বাংলার সিনেদর্শকদেরই যে বড় প্রাপ্তি ঘটতে চলেছে, তা বলাই বাহুল্য।
পড়ুন: সঞ্জয় লীলা বানসালীর পরিচালনায় তৈরি হবে ‘ইনশাআল্লাহ’, ছবির মুখ্য ভূমিকায় কারা থাকবে?
স্টুডিও পাড়ায় কানাঘুষো শোনা যাচ্ছে প্রথমবার জুটি বাঁধবেন চঞ্চল- স্বস্তিকা। ইন্ডাস্ট্রির গুঞ্জন, নতুন এই ছবির প্রযোজক নাকি ইতিমধ্যেই অগ্রিম দিয়ে দিয়েছেন অভিনেত্রীকে। তবে চঞ্চলের ডেট পেতে কিছুটা অসুবিধা হচ্ছে। এইকারণে এখনও শ্যুটিংয়ের সময় চূড়ান্ত হয়নি। সব ঠিক থাকলে পুজোর পরে, নভেম্বর মাসে শুরু হতে পারে ছবির শুটিং।
তবে চঞ্চল চৌধুরীও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও কথা বলছেন না। তিনিও মুখ বন্ধ রেখেছেন। যদি শুটিং শুরু হয় তাহলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। যদিও আগেই অনেক টলিগঞ্জের নায়িকা বাংলাদেশের ছবিতে অভিনয় করেছেন।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন