অভিনেত্রী করিনা কাপুর খানের জনপ্রিয়তা এখনও সেই আগের মতই। দীর্ঘ এত বছর বলিউডে কাজ করার পরেও তাঁর জনপ্রিয়তায় এতটুকুও ভাটা পড়েনি।
তিনি বিয়ের পর দুই সন্তানের মা হয়েও বলিউডে দাপিয়ে কাজ করে চলেছেন। তার প্রথম সন্তান তৈমুর জন্মের পর থেকেই সেলিব্রিটি। পাপারাজ্জিদের ক্যামেরায় বারংবার দেখা যায় ছোট্ট তৈমুরকে।
এই তৈমুরকে সেই ছোট থেকেই মা-বাবার সাথে আরেক জনের সঙ্গে সর্বক্ষণই দেখা যায়। ইনি হলেন তৈমুরের ন্যানি অর্থাৎ আয়া, যার নাম সাবিত্রী।
যিনি তৈমুরের সর্বক্ষণের সঙ্গী। তৈমুরকে কখনোই চোখের আড়াল হতে দেন না সাবিত্রী। আবার তৈমুর-সাবিত্রীর সঙ্গে থাকতে বেশ পছন্দ করে। তৈমুরকে দেখাশোনা করার জন্য তিনি যে মাসিক বেতন পান সেটা একজন সাধারণ মানুষের সারা বছরের বেতনের সমান।
রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, তৈমুরের আয়ার মাসিক বেতন প্রায় দেড় লক্ষ টাকা। ওভারটাইম মিলিয়ে ১ লাখ ৭৫ হাজার টাকা পর্যন্ত পান। যত ঘন্টা শিশুর সঙ্গে থাকবেন তত বেশি অর্থ পাবেন। এছাড়া তার সাথে থাকে একটি গাড়ি। এর সাথে বিদেশে ভ্রমণ তো আছেই।
ভিডিও- ইন্সটাগ্রাম।
বিনোদনের সব খবর পড়তে দেখুন খবর অনলাইন।