নায়িকা হিসেবে টলিউডে ক্যারিয়ার শুরু করেছিলেন নুসরাত জাহান। এরপর নাম লেখান রাজনীতিতে। সাংসদ হিসাবে নির্বাচিত হন। অভিনয়ের পাশাপাশি রাজনীতি চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী। এছাড়া সংসারের দায়িত্বও পালন করছেন সুন্দরভাবে।
সম্প্রতি কাজের ফাঁকে প্রায়ই সামাজিকমাধ্যমে ফটোশুটের ছবি প্রকাশ করেন নুসরাত। সদ্য নতুন ফটোশুটে গ্ল্যামারাস লুকে ধরা দিয়েছেন তিনি। কিন্তু সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে উল্টে হিতে বিপরীত হল।
নিজেদের কোয়ালিটি টাইম কাটাতে নুসরাত এবং তার স্বামী যশ উড়ে গিয়েছেন রাজস্থানের উদয়পুরে। তবে সেখানে যে শুধুই নিজেদের সঙ্গে সময় কাটাতে গেছেন এমনটা নয়। যোগ দিয়েছেন একটি কাজে। গোলাপি রঙের শর্ট এবং গোলাপি রঙের পুল ওভার জ্যাকেটে নিজেদের মি-টাইম ছবি করেছেন যশোরত। আর তাই দেখে চরম খিল্লি করল নেট নাগরিক। সাইজ জিরো নুসরাত যেন শুকনো মুরগিটা। কেউ কেউ নুসরাতের পেট পুরে খাওয়ার পরামর্শও দিয়েছেন।
একদম হাড় জিরজিরে যিনি নুসরাতকে দেখে কেউ কেউ অপুষ্টির শিকারও বলেছেন। পাশাপাশি জোর কদমে চলেছে চেহারার সঙ্গে এজ শেমিং। তবে বরাবরের মতো এবারও কাউকে পাত্তা দেননি তিনি। উদয়পুরে সময় কাটাবার পাশাপাশি সেখানে ‘সওল ফেস্টিভালে’ পৌঁছে গিয়েছিলেন তারা।
স্বল্প পোশাকে সোশ্যাল মিডিয়াতে যেমন ঝড় তোলেন তেমনি বিতর্কিত মন্তব্য করে চর্চায় থাকেন তিনি। কিন্তু কোন কিছুকেই কেয়ার করেন না নুসরাত। তিনি নিজের শর্তেই চলতে পছন্দ করেন।
ছবি ও ভিডিও- ইন্সটাগ্রাম।
বিনোদনের সব খবর পড়তে দেখুন খবর অনলাইন।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।