Homeবিনোদনকিয়ারা ও সিদ্ধার্থের জীবনে এল নতুন অতিথি, ‘সত্যপ্রেম কী কথা’ ছবির ...

কিয়ারা ও সিদ্ধার্থের জীবনে এল নতুন অতিথি, ‘সত্যপ্রেম কী কথা’ ছবির মুক্তি কবে?  

প্রকাশিত

বলিউডের এই প্রজন্মের সেনসেশন কিয়ারা আদবানি। পরপর বেশ কয়েকটি সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন। তার রূপের আবেদন ও অভিনয়ে মাতোয়ারা দর্শক। তাই বলিউডে তার চাহিদাও তুঙ্গে। একইভাবে আয়-রোজগার বেড়েছে ব্যাপক হারে।

প্রায় শূন্য থেকে শুরু করে বর্তমানে টিনসেল টাউনের অন্যতম নামী ও সফল অভিনেত্রী কিয়ারা। এক একটি ছবি পিছু কোটি টাকার উপরে পারিশ্রমিক হাঁকান তিনি।  এইবার সেই জমানো টাকা দিয়েই দারুণ এক গাড়ি কিনেছেন কিয়ারা।

কিয়ারা এবং তাঁর স্বামী সিদ্ধার্থ মলহোত্রা চলতি বছরের শুরুতেই গাঁটছড়া বেঁধেছেন। জাপানে ছুটি কাটাতেও গিয়েছিলেন তারা। গত সপ্তাহেই সেখান থেকে মুম্বইতে ফিরেছেন।

ছুটি কাটিয়ে ফেরার পরই আবারও কাজ শুরু করেন অভিনেত্রী। মঙ্গলবার, কিয়ারা আদবাণীকে মুম্বইয়ের একটি ডাবিং স্টুডিয়োতে যাওয়ার সময় পাপারাৎজিদের ক্যামেরায় দেখা গিয়েছে। আর সেখানেই ঘটেছে আরও এক কাণ্ড। সকলের দৃষ্টি আকর্ষণ করেছিলেন অভিনেত্রী। অভিনেত্রীকে দেখে সকলেই অবাক। নতুন বিলাসবহুল গাড়িতে দেখা গিয়েছিল কিয়ারাকে।

পাপারাৎজির শেয়ার করা ভিডিয়োতে দেখা গিয়েছে কিয়ারা আডবাণী একটি নতুন কালো মার্সিডিজ বেঞ্চে চড়ে ডাবিং স্টুডিয়োয় আসছেন৷ সম্প্রতি নিজের জন্য বিলাসবহুল গাড়ি কিনেছেন এই অভিনেত্রী। 

এছাড়াও কিয়ার সংগ্রহে বেশ কয়েকটি বিশ্ববিখ্যাত মডেলের গাড়ি রয়েছে। এর মধ্যে রয়েছে বিএমডব্লিউ এক্স ৫, মার্জিডিজ বেঞ্জ ই-ক্লাস, বিএমডব্লিউ ৫৩০ডি ও অডি’র নতুন মডেলের গাড়ি।

কিয়ারাকে পরবর্তীতে সত্যপ্রেম কী কথা ছবিতে দেখা যাবে। ফের কার্তিক আরিয়ানের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন এই ছবিতে অভিনেত্রী। সমীর বিদ্যান্স পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন সুপ্রিয়া পাঠক কপুর, গজরাজ রাও, সিদ্ধার্থ রন্ধেরিয়া, অনুরাধা প্যাটেল, রাজপাল যাদব, নির্মিত সাওয়ান্ত এবং শিখা তালসানিয়া। ছবিটি আগামী ২৯ জুন, ২০২৩-এ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

উল্লেখ্য, কিয়ারা আদবানি অভিনয় শুরু করেন ২০১৪ সালের ‘ফুগলি’ সিনেমার মাধ্যমে। এরপর জনপ্রিয়তা পান ২০১৬ সালের ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’তে অভিনয় করে। ২০১৯ সালে ‘কবির সিং’ সিনেমার মাধ্যমে বলিউডের প্রথম সারির নায়িকা হিসেবে প্রতিষ্ঠা পান কিয়ারা।

এছাড়া তিনি অভিনয় করে্রেছে ‘শেরশাহ’ সিনেমায়। এটি ব্যাপক প্রশংসিত হয়েছিল। বর্তমানে কিয়ারা কাজ করেছেন  ‘জুগ জুগ জিও’, ‘ভুল ভুলাইয়া ২’ সহ বেশ কিছু সিনেমায়।

সব অপেক্ষার অবসান ঘটিয়ে ৭ ফেব্রুয়ারি ২০২৩-এ রাজাস্থানের প্যালেসে রুপকথার মতো বিয়ে করেছেন সিদ্ধার্থ মলহোত্রা ও কিয়ারা আদবাণী।

মনীশ মালহোত্রার ডিজাইনিং বিয়ের পোশাকে সেজে উঠেছিলেন কিয়ারা। মনীশ কেবল বর এবং কনের চেহারাই ডিজাইন করেননি, উভয় পক্ষের পরিবারকেও স্টাইলিশ বানিয়েছেন। ১৬টি ক্যুচার ক্রিয়েশন ছিল তাঁদের বিয়েতে। কিয়ারা এবং সিদ্ধার্থের বিবাহের একটি ইথারিয়াল সংস্করণ তৈরি করতে ২০০ টিরও বেশি কারিগর একত্রিত হয়েছিল।

সিড-কিয়ারা বিয়েতে হাজির ছিলেন বলিউডের অনেক চেনা মুখ। এদের মধ্যে রয়েছেন শাহিদ কাপুর ও তাঁর স্ত্রী মীরা কাপুর, ছিলেন করণ জোহর, মণীশ মালহোত্রা থেকে শুরু করে জুহি চাওলাসহ অনেকেই। ধুমধাম করেই হয়েছিল বিয়ের সব  অনুষ্ঠান।

ভিডিও- ইন্সটাগ্রাম 

বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

আরও পড়ুন: মুক্তি পেল স্বস্তিকা-পরমব্রত অভিনীত ‘শিবপুর’ ছবির টিজার, কবে মুক্তি পাবে ছবিটি?

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

শেষ হতে চলেছে এক যুগ! বন্ধ হচ্ছে এমটিভি-র মিউজিক চ্যানেলগুলি, ২০২৫ সালের শেষে অন্তিম সম্প্রচার

এক যুগের অবসান। Paramount Global জানিয়েছে, ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বন্ধ হয়ে যাবে MTV-র মিউজিক চ্যানেলগুলি— MTV 80s, MTV 90s, MTV Music, Club MTV ও MTV Live। পরিবর্তিত দর্শক চাহিদাই এর প্রধান কারণ।

‘কান্তারা: চ্যাপ্টার ১’ ঝড়! প্রথম সপ্তাহেই আয় ৫০৯ কোটি, আইএমডিবি র‌্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে ঋষভ শেট্টি

ঋষভ শেট্টির বহুল প্রতীক্ষিত ছবি ‘কান্তারা: চ্যাপ্টার ১’ মুক্তির পর প্রথম সপ্তাহেই বক্স অফিসে...

সলমনের সহ-অভিনেতা ভারতের প্রথম নিরামিষ বডিবিল্ডার বরিন্দর ঘুমন প্রয়াত, হৃদরোগে মৃত্যু ৪২ বছর বয়সে

বিশ্বের প্রথম নিরামিষ বডিবিল্ডার ও অভিনেতা বরিন্দর ঘুমান প্রয়াত। বৃহস্পতিবার অমৃতসরের বেসরকারি হাসপাতালে হৃদরোগে মৃত্যু। ২০০৯ সালে মিস্টার ইন্ডিয়া খেতাব জিতেছিলেন তিনি।