বিনোদন : শোকের ছায়া বলিউডে। না ফেরার দেশে পাড়ি দিলেন বর্ষীয়ান কৌতুক অভিনেতা সতীশ কৌশিক। বন্ধুর প্রাণের খবর সোশ্যাল মিডিয়ায় সকলকে জানালেন অনুপম খের। মৃত্যু কালিন অভিনেতার বয়স হয়েছিল ৬৬। অভিনেতার চলে যাওয়া মেনে নিতে পারছে না বলিউড। মাত্র দেড় দিন আগেই হোলির রঙে মেতে উঠেছিলেন সতীশ। ৭ মার্চ জুহুতে জানকি কুটিরে বলিউডের অন্যান্য তারকাদের সঙ্গে পার্টি করেছিলেন অভিনেতা। তার ছবি নিজেই পোস্ট করেছিলেন সোশ্য়াল মিডিয়ায়।
হোলির পরদিনই শোকের ছায়া বলিউডে। বৃহস্পতিবার গোটা বলিউডের ঘুম ভাঙছে খারাপ খবরে। অনুপম খের, কঙ্গনা রানাউত, মধুর ভান্ডারকার, নেহা ধুপিয়া, রেণুকা সাহানে প্রমুখ তারকাদের শোকবার্তায় ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া। এদিন সোশ্যাল মিডিয়ায় অনুপম খের লেখেন, ‘তুমি এভাবে চলে যাবে সেটা আমি কখনো ভাবিনি। আমাদের ৪৫ বছরের বন্ধুত্বে হঠাৎ দাড়ি পড়ে গেল।
কঙ্গনা রানাউতের পরবর্তী ছবি ‘এমার্জেন্সি’তে জগজীবন রামের চরিত্রে অভিনয় করেছেন সতীশ। কিন্তু ছবি মুক্তির আগেই চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা। এদিন সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী লেখেন, ‘ঘুম থেকে উঠেই চমকে উঠলাম। তাঁর চলে যাওয়ার খবর কিছুতেই মেনে নিতে পারছি না। তিনি সবসময় আমাকে উৎসাহ দিতেন’। সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন বহু তারকারাই।
হোলি খেলে মুম্বই থেকে দিল্লিতে এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সতীশ। গুরুগ্রামেই হার্ট অ্যাটাক হওয়ার পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পথেই শেষ নিশ্বাস ত্যাগ করেন। ময়না তদন্তের পর মুম্বইয়ে নিয়ে আসা হবে তাঁর দেহ।
আরও পড়ুন : প্যান-আধার লিঙ্ক না হলে কেওয়াইসি অসম্পূর্ণ, সতর্কতা সেবি-র