বলিউডের জনপ্রিয় জুটি মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের সম্পর্কে কিছুদিন ধরে টানাপোড়ন চলছিল। এমনকি এ জুটির বিচ্ছেদেরও গুঞ্জন ওঠেছিল।
শুধু তাই-ই নয়, জানা গেছে মালাইকার সঙ্গে বিচ্ছেদের পরেই না কি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কুশা কপিলার প্রেমে পড়েছেন বনি কাপুরের পুত্র।
এইসব গুঞ্জনের মাঝে অর্জুনের পরিবারের একাধিক সদস্যকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আনফলো’ করে দেন মালাইকা। এতেই সম্পর্কের হিসেব নিয়ে সন্দেহ আরও বাড়তে থাকে। আগস্ট মাসের শেষের দিকে বিচ্ছেদের সেই কল্পনা- জল্পনা ধামাচাপা দেওয়ার মরিয়া চেষ্টা করেন মালাইকা ও অর্জুন।
পড়ুন: ফের বড়পর্দায় কী আসবে ‘জব উই মেট ২’? কী জানালেন ইমতিয়াজ আলি?
পুরো সেপ্টেম্বর মাসে একবারও একসঙ্গে দেখা যায়নি যুগলকে। অক্টোবর পড়তেই ফের এক ফ্রেমে মালাইকা ও অর্জুন।
সদ্য ডিনার ডেটে দেখা গেল অর্জুন কাপুর ও মালাইকা আরোরাকে। সদ্য রোম্যান্টিক ডিনারে দেখা গেল অর্জুন কাপুর ও মালাইকা আরোরা। এইদিন মালাইকার পরনে ছিল কালো রঙের টিশার্ট পরে দেখা গেল মালাইকাকে। জিন্সের সঙ্গে কালো স্লিভলেস টি শার্টে দেখা গিয়েছিল নায়িকাকে। অর্জুন পরেছিলেন কালো ট্রাউজার ও নীল রঙের ফুল স্লিভ শার্ট। সদ্য রেস্তোরাঁ থেকে বেরিয়ে গাড়িতে উঠতে দেখা গেছে মালাইকা ও অর্জুনকে।
প্রায় পাঁচ বছর ধরে সম্পর্কে আছেন অর্জুন কাপুর ও মালাইকা আরোরা। প্রেমের ব্যাপারে খুল্লম খুল্লা। এই ব্যাপারে রাকঢাক করেন না অর্জুন কাপুর ও মালাইকা আরোরা দু’জনেই।
ভিডিও- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন