মিমি চক্রবর্তী নামটা টলিউডে যেমন পরিচিত তেমনই রাজনৈতিক মঞ্চেও যথেষ্ট জনপ্রিয়। তবে এখানেই শেষ নয় তাঁর আরও একটি বিশেষ গুণ রয়েছে।
যা কয়েক বছর ধরে প্রায় কমবেশি সকলেই জানেন তা হল তাঁর গানের গলা। তিনি বেশ ভালো গানও গান। তাঁর মিউজিক ভিডিও অল্প বিস্তর প্রায় সকলেই দেখেছেন। আর সেই মিউজিক ভিডিও নিয়েই এই বছরও পুজোর সময় আসছেন মিমি চক্রবর্তী। কিন্তু তাঁর করা একটি পোস্ট নিয়ে চলছে ধোঁয়াশা।
সম্প্রতি একটি ছোট্ট ভিডিয়ো শেয়ার করেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। যদিও ভিডিওটিতে কোনও সাউন্ড নেই। আর ক্যাপশনে মিমি লেখেন, কিছু আন্দাজ করতে পারছেন?
পড়ুন: জয়াপ্রদার সম্পর্কে এই তথ্যগুলি কী জানেন? কেমন ছিল অভিনেত্রীর জীবনের পুরনো দিনগুলি?
মিমির পোস্টে ভক্তদের উৎসাহতে টেলি তারকা স্বস্তিকা দত্ত লেখেন, নিউ সং অ্যালার্ট অর্থাৎ নতুন গান আসছে। এটা দেখে আবার নেট নাগরিকদের অনুমান এইবার মিমির কণ্ঠে শোনা যাবে পুজোর গান। পার্নো মৈত্র আবার মিমির লুকের স্নিগ্ধতায় একেবারে মুগ্ধ। তাঁর কথায়, এটা ভীষণ সুন্দর। নেট পাড়ার সদস্যদের সিংহভাগই কমেন্ট করেছেন, গত বছরের মতো এই বছরেও মিমির পুজোর গানের নতুন অ্যালবামেরই প্রথম ঝলক।
তবে আদপে এটা কেমন গান হবে সেটা ক্রমশ প্রকাশ্য। হয়তো খুব তাড়াতাড়ি একটা দারুন গান নিয়ে হাজির হবেন মিমি। এই ট্রেজার কিছুই নয় সেটা খুব তাড়াতাড়িই জানা যাবে।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন