রানি মুখোপাধ্যায় অভিনীত বহুপ্রতীক্ষিত ছবি ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’-র ট্রেলার মুক্তি পাওয়ার পরেই শিরোনামে। ছবিটিতে রানি মুখোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য।
ছবির প্রেক্ষাপট নরওয়ে। সত্য ঘটনা অবলম্বনে ছবিটি তৈরি করেছেন পরিচালক অসীমা ছিব্বর। পারিবারিক অশান্তি এবং সন্তান প্রতিপালনে গাফিলতির কারণে মায়ের থেকে সন্তানকে আলাদা করে নরওয়ে সরকার। সন্তানের অভিভাবকত্ব ফিরে পেতে এক জন্য মায়ের লড়াই এই ছবির মূল উপজীব্য।
উল্লেখ্য, এই ছবিটিই অনির্বাণের প্রথম হিন্দি ছবি হতে চলেছে। আগামী ১৭ মার্চ মু্ক্তি পাবে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’।
‘ব্ল্যাক’, ‘বান্টি অউর বাবলি ২’, ‘হিচকি’ ইত্যাদি ছবিতে নজরকাড়া পারফরম্যান্সের জন্যে ইতিমধ্যেই বি-টাউনের সেরা অভিনেত্রীদের তালিকায় নাম লিখিয়েছেন রানি মুখার্জি। তাঁকে স্ক্রিনে দেখে বারবারই মন্ত্রমুগ্ধ হয়েছেন দর্শকরা। এইবার আরও এক নতুন চরিত্র নিয়ে রূপোলি পর্দায় হাজির হতে চলেছেন তিনি।
ছবি ও ভিডিও- ইন্সটাগ্রাম।
বিনোদনের খবর আরও বেশি জানতে পড়ুন খবর অনলাইন।
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us

