মিসেস কোহলি! এই ডাক কী না পসন্দ অনুষ্কা শর্মার ? সম্প্রতি মুম্বইয়ে এক অনুষ্ঠানে অনুষ্কাকে এই নামে ডাকতে চিত্র সাংবাদিকদের থামিয়ে দেন বিরাট পত্নী। তিনি পরিষ্কার জানান, তিনি কিছু শুনতে পাচ্ছেন না। ফটোগ্রাফাররা যেন একটু চুপ করেন।
বিরাটকে সঙ্গে নিয়েই ওই অনুষ্ঠানে হাজির ছিলেন বলিউড অভিনেত্রী। সেখানে লাল কার্পেটের ওপর কালো পোশাকে অনুষ্কার সৌন্দর্য ঝরে পড়ছিল। চিত্রগ্রাহকদের ভিড়ও ছিল নজরকাড়া।
লাল কার্পেটে অনুষ্কার ছবি তোলার জন্য এগিয়ে আসেন ফটোগ্রাফাররা। তখনই তাঁকে মিসেস কোহলি বলে সম্বোধন জানানো হয়। সেইসময় নাকি অনুষ্কাকে বেশ বিরক্ত দেখায় বলেও কেউ কেউ দাবি করেছেন।
অনুষ্কাকে দেখেই ফটোশিকারিদের দল তাঁকে মিসেস কোহলি, বলে সম্বোধন করে চিৎকার করতে থাকেন।
আবদার একটাই। ছবির জন্য যেন ক্যামেরায় পোজ দেন অনুষ্কা। অনুষ্কার যে খুব আপত্তি ছিল এমনটাও নয়। তিনিও ক্যামেরার দিকে চেয়ে দাঁড়িয়েও পড়েন ছবি তুলতে। কিন্তু চিত্রগ্রাহকদের চিৎকার ও হইচইতে হেসে ফেলেন।
ভিডিও- ইন্সটাগ্রাম
খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us

