নয়া অবতারে চোখ ধাঁধালেন বলি-ডিভা শ্রীদেবী কন্যা জাহ্নবী। রাজকীয় সাজ হোক কিংবা হালকা শাড়ি, সবকিছুতেই ফ্যাশনেবল জাহ্নবী কাপুর সকলের নজর কেড়েছেন বারবার।
হালকা সাজে স্নিগ্ধতায় পরিপূর্ণ জাহ্নবী। কাজল চোখে তাঁর মায়াবী রূপ যেন ঠিকরে বেরিয়ে আসছে।
জাহ্নবী কাপুরের সাজের তালিকায় বারেবারে জায়গা করে নেয় এই বিশেষ সাজ। তিনি বেছে নিয়েছিলেন সাদা-কালো ফুল ছাপ একটু ভারী সিল্ক শাড়ি। লাজ ঢাকতে আঁচলই সম্বল। মাঝে সিঁথি করে ঘাড়ের কাছে হাতখোঁপা। তাতে জুঁইয়ের মালা জড়ানো। গলায় বসা হার। নাকে রয়েছে মারাঠি ঘরানার জমকালো নথ। শরীরে আর কোনও অলঙ্কার নেই। চোখে চওড়া কাজল। ঠোঁটে লিপস্টিক।
ভিন্টেজ ফটোশুটে জাহ্নবী শাড়ি ও স্যান্স ব্লাউজে নিজেকে মেলে ধরেছেন। তাঁর ডিভা অবতার দেখে নেটিজেনরা থ হয়ে গিয়েছেন। এই ফটোশুটে জাহ্নবীকে দেখে অনেকেরই স্মিতা পাতিলের কথা মনে পড়ে গিয়েছে।
জাহ্নবী কাপুরকে পরবর্তী ছবি ‘বাওয়াল’-এ দেখা যাবে বরুণ ধাওয়ানের সঙ্গে। ‘মিস্টার অ্যান্ড মিসেস ধোনি’ আসছে রাজকুমার রাওয়ের সঙ্গে।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের সব খবর পড়তে দেখুন খবর অনলাইন।