স্পষ্টবাদী হিসেবে বেশ পরিচিতি আছে জনপ্রিয় অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজ। ক্যারিয়ার, পরিবার যে কোনও বিষয়ে রাখঢাক না রেখেই মন্তব্য করতে তাঁর জুড়ি মেলা ভার।
নিজের ব্যক্তিগত জীবন নিয়েও বেশ খোলামেলা আলোচনা করতে পছন্দ করেন তিনি। জানালেন, পুরুষ ভক্তদের কাছ থেকে ফুল, শুভেচ্ছাবার্তা পেতে তাঁর সব সময় ভালো লাগে। ইলিয়ানা বলেন,‘কোনও পুরুষের সঙ্গে কথা বলা শুরু করতে ভীষণ লজ্জা পাই। প্রেমের ক্ষেত্রে আমি খুব লাজুক। হঠাৎ করে কারোর সঙ্গে কথা বলতে গেলে সব তালগোল পাকিয়ে ফেলি।’
কিন্তু হঠাৎ এমন কি হল। ইলিয়ানা ডি ক্রুজকে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে পুরো ছেঁটে ফেলা হল।
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, পারিশ্রমিক নেওয়ার পরও এক তামিল ছবির শুটিংয়ে হাজির হননি ইলিয়ানা। বারংবার তাঁর সাথে যোগাযোগ করা হলেও তিনি পাত্তা দেননি পুরো বিষয়টা। ইলিয়ানার এইরকম অপেশাদারের মতো কাজকে ভালো চোখে নেন নি তামিল ইন্ডাস্ট্রি। নিন্দার ঝড় বয়ে গেছে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাকে নিয়ে।
তাঁর এই অবিবেচকের মতো কাজের জন্য তামিল ইন্ডাস্ট্রিতে নিষিদ্ধ হলেন অভিনেত্রী। এই খবর পুরো ইন্ডাস্ট্রিতে ছড়িয়ে পড়লেও, ইলিয়ানার তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সম্প্রতি হাসপাতালের বিছানায় শুয়ে ছবি শেয়ার করেছিলেন ইলিয়ানা। শরীরের জলের পরিমাণ কমে যায় অভিনেত্রীর। যার ফলে হাসপাতালে ভর্তি করাতে হয় তাঁকে। অবশ্য তিনি স্থিতিশীল রয়েছেন। সেই কারণেই এমনটা করেছেন কিনা ইলিয়ানা, তা জানার চেষ্টা করছেন অভিনেত্রীর ঘনিষ্ঠরা।
তিনি প্রায় ১৭ বছর ধরে ভারতীয় সিনেমার একটি অংশ। তিনি ২০০৬ সালে তেলেগু চলচ্চিত্র দেবদাসু দিয়ে তাঁর রুপোলি পর্দায় আত্মপ্রকাশ করেন এবং ২০১২ সালে অনুরাগ বসুর বরফি চলচ্চিত্রের মাধ্যমে তাঁর বলিউডে অভিষেক হয়।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের সব খবর পড়তে দেখুন খবর অনলাইন।