Home বিনোদন ‘২০৬৩ থেকে এসেছি’, অডিয়ো স্টোরিতে নয়া চমক পরম-পাওলির

‘২০৬৩ থেকে এসেছি’, অডিয়ো স্টোরিতে নয়া চমক পরম-পাওলির

0

কলকাতা: এ বার এক অডিয়ো সিরিজে অভিনয় করছেন পাওলি দাম এবং পরমব্রত চট্টোপাধ্যায়। এই অভিনব অডিও সিরিজ, যেখানে ভবিষ্যৎ ও বর্তমান মুখোমুখি হয়ে কথোপকথন করবে। পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের এই পডকাস্ট সিরিজের নাম ‘২০৬৩ থেকে এসেছি।’

স্প্যানিশ লেখক হুলিও রোহাসের Caso 63 (means Case 63) গল্প অবলম্বনে Spotify বিভিন্ন ভাষায় তৈরি করেছে এই স্কাই-ফাই অডিয়ো স্টোরি। হলিউডে Spotify তৈরি করেছে কেস-৬৩ যার মুখ্য ভূমিকায় রয়েছেন অস্কারজয়ী অভিনেত্রী জুলিয়েন মুর ও অস্কার আইস্যাক । হিন্দিতে সিরিজটির নাম Virus 2062। অভিনয় করেছেন রিচা চাড্ডা ও আলি ফজল । বাংলা সংস্করণ “2063 থেকে এসেছি”-র মুখ্য ভূমিকায় পরমব্রত চট্টোপাধ্যায় ও পাওলি দাম। এছাড়াও বিশেষ কিছু চরিত্রে আছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, চিত্রাঙ্গদা শতরূপা ও কল্পন মিত্র। বাংলা চিত্রনাট্য ও পরিচালনায় উৎসব মুখোপাধ্যায়ে। শব্দ-বিন্যাস তীর্থঙ্কর মজুমদার। প্রযোজক র স্টক মোশন পিকচার্স।

সিরিজের দুই মুখ্য আকর্ষণ ডা. নন্দিনী মিত্র এবং রঞ্জন চট্টোপাধ্যায়ের ভূমিকায় রয়েছেন পরমব্রত-পাওলি। তাঁদের কাজ সম্পর্কে পরিচালকের দাবি, ‘‘ওঁরা জানেন না, কতটা ভালো কাজ করেছেন! খুবই উপভোগ করে কাজ করেছেন সবাই। এই ধরনের কাজ ওঁদের আরও করা উচিত।’’

স্পটিফাইয়ে এই নতুন পডকাস্ট সিরিজ ২৯ জানুয়ারি মুক্তি পেয়েছে। বিনোদন দুনিয়ায় পডকাস্ট কতটা সাযুজ্যপূর্ণ, সে সম্পর্কে পরিচালকের মন্তব্য, এ ধরনের অডিয়ো প্ল্যাটফর্ম একটা নতুন মিডিয়াম আবার পুরনো  দিনের রেডিও শোনার অভ্যাসের একটা নতুন ধারাও বটে। এখানে পরমব্রত ও পাওলির মতো জনপ্রিয় অভিনেতাদের উপস্থিতি ও কণ্ঠাভিনয় এই মাধ্যমে একটা নতুন সংযোজন। পডকাস্টের দুনিয়ায় এক নতুন মাত্রা আনবে এই উদ্যোগ।

আরও পড়ুন: বাংলা বইমেলা দিল্লিতে হবে, কলকাতা বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version