একেবারে হাড়হিম করা লুক পোস্টার। বলিউড সব সময়ই কিছু না কিছু নতুন গল্পের পিছনে ছোটে। কিন্তু এই পোস্টারের পিছনে যেন লুকিয়ে রয়েছে একাধিক রহস্য।
বুধবার হাসিন দিলরুবা ছবির সিক্যুয়েলের পোস্টার শেয়ার করেছেন তাপসী পান্নু। ক্যাপশনে লিখেছেন, “নতুন এক শহরে, আরও একবার তহেলকা সৃষ্টি করতে আসছে আমাদের হাসিন দিলরুবা।” ওই পোস্টারে তাঁকে লাস্যময়ী অন্দারে দেখা গিয়েছে। তাজমহলের দিকে মুখ করে তিনি বসে ছিলেন। তাঁর হাত ভর্তি রক্ত। সামনে রয়েছে একটি বিরাট বড় আকৃতির এক কুমির।”
জানা গিয়েছে, বর্তমানে এই ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন তাপসী। কিছুদিন আগেই ভিকরান্ত মেসি জানিয়েছিলেন, হাসিন দিলরুবার সিক্যুয়েলের কাজ শুরু হয়েছে।তাপসী পান্নুর পাশাপাশি ছবিতে অভিনয় করবেন ভিকরান্তও। এছাড়া এইবার ছবিতে থাকছে আরও এক নতুন মুখ। ভিকি কৌশলের ভাই সানি কৌশলকেও দেখা যাবে এই ছবিতে।
গত ১১ জানুয়ারি ছবির প্রযোজক আনন্দ এল রাই টুইট করে বলেছিলেন, “ও হাসিন দিলরুবা, আমাদের ছবি ফির আয়ি হাসিন দিলরুবার শ্যুটিং শুরু হয়ে গিয়েছে। তাপসী, তোকে বলেছিলাম না রাত ৯ টার সময় এই ছবির পোস্টার শেয়ার করতে। করিসনি কেন?” এর প্রত্যুত্তরে অভিনেত্রী জানিয়েছেন, এইবার অসাধারণ চিত্রনাট্য লেখা হয়েছে। তাই নিজেকে ঠিক রাখতে পারেননি তিনি।”
তবে এখন শুধু এই ছবি প্রেক্ষাগৃহে আসার অপেক্ষায়। তার জন্য ভক্তগণদের একটু তো অপেক্ষা করতেই হবে।
ছবি- ইন্সটাগ্রাম।
বিনোদনের খবর আরও জানতে দেখুন খবর অনলাইন।