টলিপাড়ায় ফের ভাঙনের সুর। ইন্ডাস্ট্রির এই মিষ্টি জুটির সম্পর্কে না কি ভাঙন ধরেছে।
টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে গায়ক শোভন গাঙ্গুলি ও অভিনেত্রী স্বস্তিকা দত্ত দু’জনের সম্পর্কের মধ্যে না কি তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছে। সেই কারণে নায়িকা এবং গায়কের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। এই তৃতীয় ব্যক্তি নাকি শোভনের প্রাক্তন গায়িকা ইমন চক্রবর্তী।
প্রেম শুরুর পর থেকে নিজেদের সম্পর্ক নিয়ে কখনও কোনও রাখঢাক রাখেননি শোভন ও স্বস্তিকা দু’জনেই। বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়ায় নানা মুহূর্তের ছবি শেয়ার করেছেন।
নতুন বছরের শুরুর দিকেই প্রেম-বার্ষিকী পালন করেছিলেন দু’জনে। সেই ছবিও ফুটে উঠেছিল সোশ্যাল মিডিয়ার পর্দায়। তাহলে হঠাৎ কী এমন ঘটে গেল? তা নিয়েই শুরু হয়েছে ব্যাপক জল্পনা।
শোভন এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘শোভনও ব্যস্ত ছিলেন কাজ নিয়ে। একই প্রশ্নে শুনে তিনি জবাব দেন, ‘আমি এইরকম প্রথমবার শুনলাম। কোনও সমস্যা হয়নি আমাদের। এমনিতেও এগুলো আমাদের ব্যক্তিগত ব্যাপার। যদি সে রকম কিছু সমস্যা হয়, সেই ক্ষেত্রে জানিয়ে দেব।‘
স্বস্তিকা বলেন, ‘তিনি এই বিষয়ে কিছুই বলতে চান না। বিষয়টা একেবারেই তাঁদের ব্যক্তিগত। এর মধ্যে কোনও তৃতীয়, চতুর্থ বা পঞ্চম ব্যক্তি নেই। আর তাঁরা একসঙ্গে আছেন কি নেই, তা-ও এই মুহূর্তে কিছু বলতে চাইছেন না তিনি । এই মুহূর্তে ‘তোমার খোলা হাওয়ার’র শুটিংয়ে ব্যস্ত রয়েছেন নায়িকা। আপাতত নিজের কাজেই মন দিতে চান।‘
মে মাসে মুক্তি পাবে স্বস্তিকা অভিনীত নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় প্রযোজিত ছবি ‘ফাটাফাটি’।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন