একেবারে মারমুখী মেজাজ। নতুন রূপে ধরা দিলেন বলিউডের দেশি গার্ল। হলিউডে বেশ দারুণভাবে নিজের জায়গাকে শক্ত করে নিয়েছে প্রিয়াঙ্কা চোপড়া।
সম্প্রতি তিনি হলিউডে একটি ওয়েব সিরিজে কাজ করছেন। হলিউডের রুশো ব্রাদার্সের প্রযোজনায় তৈরি নতুন ওয়েব সিরিজ ‘সিটাডেল’। গতকাল মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘সিটাডেল’-এর ট্রেলার।
অ্যামাজন প্রাইম ভিডিওয় দেখা যাবে ‘সিটাডেল’। সিরিজে নাদিয়া নামের সিক্রেট এজেন্টের চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। তাঁর বিপরীতে রয়েছেন হলিউডের হ্যান্ডসম হাঙ্ক রিচার্ড ম্যাডেন। স্পাই-থ্রিলার এই সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে স্ট্যানলি টাসি, লেসলি ম্যানভিলর মতো অভিনেতাদের।
হলিউডে প্রিয়াঙ্কার প্রথম সিরিজ ছিল ‘কোয়ান্টিকো’। তারপর একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশনস’ সিনেমাতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা।
বিনোদনের খবর আরও বেশি জানতে পড়ুন খবর অনলাইন।