বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া বিক্রি করে দিলেন ২ টি ফ্ল্যাট। ফ্ল্যাট দুটি ৭ কোটি টাকায় বিক্রি করেছেন বলেই খবর।
পশ্চিম মুম্বাইয়ের আন্ধেরির ভার্সোভার রাজ ক্লাসিকে অবস্থিত প্রিয়াঙ্কার ২ টি ফ্ল্যাট। ৮ তলায় অবস্থিত ফ্ল্যাটটি ৮৮৮ স্কয়ার ফিটের। এটি বিক্রি করেছেন ৩ কোটিতে। একই ফ্লোরে অবস্থিত অন্য ফ্ল্যাটটি ১২১৯ স্কয়ার ফিটের। এটি বিক্রি করেছেন ৪ কোটিতে।
গত মার্চে ফ্ল্যাট দুটি বিক্রি করেছেন প্রিয়াঙ্কা। সম্পত্তিটি কিনেছেন দন্ত চিকিৎসক দম্পতি নিতেশ এবং ডাঃ নিকিতা মোতওয়ানি।
বর্তমানে ‘সিটাডেল’ সিরিজের প্রচারের কাজে ব্যস্ত রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। এই সিরিজটি চলতি মাসের ২৮ তারিখে মুক্তি পাবে।
সিরিজটি ভারত, ইতালি ও মেক্সিকোর যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে। এটি পরিচালনা করছেন ‘অ্যাভেঞ্জার্স’ খ্যাত রুসো ব্রাদার্স।
এই সিরিজ ছাড়াও বর্তমানে প্রিয়াঙ্কার ঝুলিতে একাধিক হলিউড সিনেমা রয়েছে। রোমান্টিক ঘরানার ‘টেক্সট ফর ইউ’ সিনেমায় অভিনয় করছেন তিনি। বহুল আলোচিত ‘ম্যাট্রিক্স-ফোর’ সিনেমায় দেখা যাবে তাকে। সিনেমার পাশাপাশি টিভি শো ও স্বনামধন্য বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নিয়মিত হাজির হচ্ছেন প্রিয়াঙ্কা।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন