মেয়ের বয়স বছর ঘুরলেও তাকে আড়ালেই রেখেছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সোশাল মিডিয়ায় বিভিন্ন সময়ে মেয়ের ছবি দিলেও সেই ছবিতে মুখ ঢাকা থাকত স্টিকারে। বেশ কিছুদিন আগে মেয়ে মালতি মারির ছবি প্রকাশ করেছিলেন প্রিয়াঙ্কা।
আর সেই ছোট্ট একরত্তি মেয়ে মালতি কী কান্ড ঘটালেন। আলোর উৎসব দীপাবলিতে তাঁর লস অ্যাঞ্জেলেসের বাড়িতে প্রিয়াঙ্কা কিছু সময় কাটালেন কন্যার সঙ্গে। সেখানেই ছোট-বড় আলোতে বাড়ি আলোকিত করেছেন প্রিয়াঙ্কা। এবং তার সঙ্গে ছিল মালতিও।
মালতির সঙ্গে বসে রঙ্গোলি এঁকেছেন প্রিয়াঙ্কা। খুব সাধারণ একটি রঙ্গোলি। বোঝাই যাচ্ছে, কাঁচা হাতের কাজ। কিন্তু সেই কাঁচা হাত আর কন্যা মালতির সাদা রঙের বর্ডার আঁকা ফুলে গোলাপি রং দেওয়া রঙ্গোলির মাঝখানে একটি তেলের প্রদীপ জ্বলছে। পাশে দরজার কাঠের টুনি বাল্ব জ্বলছে। সবটা দেখে আনন্দে ভরে উঠেছে মালতির জীবন। ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘প্রথম রঙ্গোলি’। সঙ্গে রয়েছে একটি হার্ট ইমোজি।
২০১৮ সালে মার্কিন গায়ক-গীতিকার নিক জোনাসকে বিয়ে করেন বলিউড তারকা প্রিয়াঙ্কা। এরপর থেকে যুক্তরাষ্ট্রেই থাকেন প্রিয়াঙ্কা।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন