শ্রয়ণ সেন
অতীতে কলকাতা তথা দক্ষিণবঙ্গে গরমের পারদ যে যে রেকর্ড তৈরি করেছে, এখনও পর্যন্ত সেই সব রেকর্ড অক্ষত থাকলেও বলতে কোনো দ্বিধা নেই যে ২০২৪-এর তাপপ্রবাহই বাংলার ইতিহাসে দীর্ঘতম তাপপ্রবাহ হিসেবে রেকর্ড করে ফেলেছে। সেই ১৭ এপ্রিল থেকে যে তাপপ্রবাহ শুরু হয়েছে এখনও সেটা শেষ হওয়ার নামগন্ধ নেই।
তবে সব কিছুরই তো শেষ থাকে। এই তাপপ্রবাহও শেষ হবে। আর শেষের সেই দিন দেখাও যাচ্ছে। তার পরে ঝড়বৃষ্টির পথ খুলে যাবে দক্ষিণবঙ্গে।
পূর্বাভাস বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে মঙ্গলবার পর্যন্ত সব থেকে কষ্টকর আবহাওয়া চলবে দক্ষিণবঙ্গে। পারদ রেকর্ড না ভাঙুক, রেকর্ডের কাছাকাছি চলে যেতে পারে। কলকাতার তাপমাত্রা বেয়াল্লিশের দাগ পেরিয়ে যেতে পারে। অর্থাৎ, আর তিনটে দিন সব থেকে প্রাণান্তকর আবহাওয়া তৈরি হবে দক্ষিণবঙ্গে।
বুধবার থেকেই ধীরে ধীরে কমবে তাপমাত্রা। তবে তাপপ্রবাহ শেষ হবে না। বুধবার, ১ মে থেকে সামনের সপ্তাহে শনিবার, ৪ মে পর্যন্ত পারদ স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি থাকবে। কিন্তু মঙ্গলবার পর্যন্ত যে রকম ভাবে পারদ উঠেছিল সেটা বন্ধ হবে। আর স্বাভাবিকের থেকে খুব ওপরে না থাকার ফলে অনেক জায়গা থেকেই তাপপ্রবাহ বিদায় নেবে।
৪ মে থেকে আশা করা যায় যে ঝড়বৃষ্টির পথ খুলে যাবে দক্ষিণবঙ্গে। তবে ৪ মে’র আগেই দক্ষিণবঙ্গের অনেক জায়গাই বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি পেয়ে যেতে পারে। তবে সামগ্রিক ভাবে ৪ মে থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে।
আরও পড়ুন
তীব্র জল সংকটের দিকে এগোচ্ছে দক্ষিণ ভারত! জলধারণ ক্ষমতা নেমে ১৭ শতাংশ, কী পরিস্থিতি পশ্চিমবঙ্গে