Homeবিনোদনপিছিয়ে গেল 'পুষ্পা ২'-এর মুক্তির দিন, কিন্তু কেন?

পিছিয়ে গেল ‘পুষ্পা ২’-এর মুক্তির দিন, কিন্তু কেন?

প্রকাশিত

২০২১- এর ১৭ ডিসেম্বর মুক্তি পেয়েছিল পুষ্পা দ্য রেইজ। মুক্তির পরই বক্স অফিসে ঝড় তুলেছিল এই ছবি। পুষ্পারাজ ও শ্রীভল্লির অন স্ক্রিন কেমেস্ট্রি দর্শকের দিল জিতে নিয়েছিল পুষ্পা।সুকুমারের পরিচালনায় পুষ্পার প্রথম পর্বের সাফল্যের পর দ্বিতীয় পর্ব কবে আসবে সেই নিয়ে উৎসুক হয়ে ছিল সিনেপ্রেমী মানুষ। 

চলচ্চিত্রটি অন্ধ্র প্রদেশের চিত্তুর জেলার একটি লাল চন্দন চোরাচালান চক্রের গল্প৷ এই ছবিতে ‘পুষ্পা’-র ভূমিকায় অভিনয় করে নজর কেড়েছিলেন আল্লু অর্জুন৷ দক্ষিণী সুপারস্টারের লুক , অভিনয় একেবার কাশ্মীর থেকে কন্যাকুমারী রাজ করেছিল৷

সিনেমার শেষেই বুঝিয়ে দেওয়া হয়েছিল এই ব্লকবাস্টারের সিক্যুয়েল  আসবে৷ সেই কথাই বাস্তবে সত্যি হয়েছে।

আল্লু অর্জুনের জন্মদিনে মুক্তি পেয়েছিল ‘পুষ্পা ২’-এর টিজার’। পুষ্পা ২’-এর বহু প্রতীক্ষিত অফিসিয়াল টিজার সম্প্রতি অন্ধ্র প্রদেশে শ্যুট করা হয়েছে। ‘পুষ্পা ২’-এর টিজারটি এই বছরের 8 এপ্রিল  আল্লু অর্জুনের ৪১ তম জন্মদিন উপলক্ষ্যে মুক্তি পেয়েছে।

‘পুষ্পা ২’ কবে মুক্তি পাবে? পিঙ্কভিলার একটি প্রতিবেদন অনুসারে, ‘পুষ্পা ২’ ২০২৪ সালের জানুয়ারিতে সিনেমা হলে রিলিজ হবে না৷ 

প্রোজেক্টের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘সুকুমারের পারফেকশনিজমের কারণে ছবিটির মুক্তি খানিকটা দেরি হবে।

পরিচালক শুটিং শেষ করতে তাড়াহুড়ো করতে চান না এবং তাই, নির্মাতারা ২০২৪-র আগামী বছর মে থেকে জুলাইয়ের মধ্যে পুষ্পা ২ রিলিজের চূড়ান্ত সম্ভবনা নিয়েছে। তবে মে-এর আগে কোনওভাবেই নয়। ‘পুষ্পা ২’ ছবির মুক্তি হবে না বলেই খবর।‘

ইন্ডাস্ট্রির অন্দরের খবর, দক্ষিণী ব্লকবাস্টার আরআরআর ও কেজিএফ -এর সঙ্গে টক্কর দিতেই বিশেষ সিদ্ধান্ত নিয়েছেন সুকুমার। চিত্রনাট্যে বড়সড় টুইস্ট আনতেই না কি এই পরিকল্পনা করেছেন।

ছবি- ইন্সটাগ্রাম 

বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

সাম্প্রতিকতম

ওবিসিদের আবেদনেও ছাড় নয়, নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করল এসএসসি

ওবিসি প্রার্থীদের জন্য ছাড় থাকছে না এসএসসি নিয়োগে। জেনারেল প্রার্থীদের মতোই আবেদন ও ফি দিতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত কোর্টের উপর নির্ভরশীল।

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে চাকরির সুযোগ, মোট শূন্যপদ ৫৪১, আবেদনের শেষ তারিখ ১৪ জুলাই

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে ৫৪১ জন কর্মী নিয়োগ। অনলাইনে আবেদন চলবে ১৪ জুলাই পর্যন্ত। বেতন ৮৫,৯২০ টাকা পর্যন্ত।

র‍্যাগিং বিতর্ক নয়, এবার যাদবপুর শিরোনামে উপায়নের কোটি টাকার চাকরির সাফল্যে

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপায়ন দে ১ কোটি ৪৫ লক্ষ টাকার চাকরি পেলেন। প্লেসমেন্টে নজিরবিহীন সাফল্য বিশ্ববিদ্যালয়ের, চাকরি পেলেন ৯৫ শতাংশেরও বেশি পড়ুয়া।

আরও পড়ুন

‘মন্নত’-এ বেআইনি সংস্কারের অভিযোগ, প্রশাসনিক হানায় বিপাকে শাহরুখ খান!

বেআইনি সংস্কারের অভিযোগে শাহরুখ খানের বাংলো ‘মন্নত’-এ হানা দিল বন দফতর ও BMC। অভিযোগ অস্বীকার করল অভিনেতার পক্ষ। চলছে তদন্ত।

প্রয়াত পরিচালক পার্থ ঘোষ, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মুম্বইয়ে মৃত্যু, বয়স হয়েছিল ৭৫

প্রয়াত পরিচালক পার্থ ঘোষ। মুম্বইয়ের বাড়িতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। 'অগ্নিসাক্ষী', 'গুলাম এ মুস্তাফা'র মতো ছবির পরিচালক ছিলেন তিনি।

তিন মাসে ৯ কেজি ওজন কমালেন তামিল জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা, জানালেন রূপান্তরের রহস্য

তামিল সিনেমার জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা তিন মাসে ৯ কেজি ওজন কমিয়ে চমকে দিলেন ভক্তদের। পেশাদার সহায়তা, পুষ্টি, গাট হেলথ ও স্ট্রেংথ ট্রেনিংয়ের সমন্বয়ে মিলল ফল।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে