মেয়েকে নিয়ে কেন দুশ্চিন্তায় রণবীর? পত্নী আলিয়ার সম্পর্কে কেন এই কথা বললেন?

ছোট্ট একরত্তি মেয়েকে নিয়ে বড়ই চিন্তায় রয়েছে রণবীর কাপুর। আর যাই হোক, মেয়ে যেন আলিয়ার মতো না হয়। হঠাৎ তাঁর এই রকম কথা  বলার কারণ কী।

মেয়েকে কার মত দেখতে এই নিয়ে নিজেরাও যথেষ্ট দোনামনায় রয়েছেন। আলিয়া নাকি রণবীর? কার মত দেখতে হয়েছে তাঁকে। একরত্তি মেয়েকে নিয়ে বেশ লড়াইও চলে কাপুর এবং ভাট পরিবারের মধ্যে।

তবে ব্যাক্তিত্ব আলিয়ার মত হোক, একদমই চান না রণবীর।

রণবীর কাপুর বলেন, মেয়ে রাহা বড় হয়ে যেন আলিয়ার মতো না হয়, এটা একেবারেই চান না তিনি। রণবীর বলেন, আমি আলিয়াকে বলেছি, আমি চাই মেয়ে বড় হয়ে ওর মতো দেখতে হোক, যাকে রাহাকে আরও বেশি সুন্দর লাগে তবে রাহার ব্যক্তিত্ব যেন আমার মতো হয়। তিনি আরও বলেন, আলিয়া খুব চঞ্চল এবং প্রচুর কথা বলে। রাহা বড় হয়ে ওর মতো হলে আমি বিপদে পড়ে যাবে। আমার পক্ষে দুজনকে সামলানো খুব কঠিন হয়ে যাবে।‘

রণবীরের এই মন্তব্য নিয়ে জোর চর্চা শুরু হয়েছে নেটমহলে। নেটিজেনদের একাংশের বক্তব্য, এত দিনে রণবীর তার মনের মতো মানুষের সঙ্গে রয়েছেন।

ছবি- ইন্সটাগ্রাম

বিনোদনের সব খবর পড়তে দেখুন খবর অনলাইন।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন