একের পর এক ধামাকাদার ছবি উপহার দিচ্ছেন রণবীর কাপুর। একেবারেই নয়া চরিত্রে তাঁকে দেখা যাবে ‘অ্যানিমাল’ ছবিতে। কবীর খান, অর্জুন রেড্ডি সিনেমার পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরবর্তী সিনেমায় প্রধান চরিত্রে শিরোধার্য রণবীর-ই।
সিনেমাতে রণবীর ছাড়াও রয়েছেন, ববি দেওল, অনিল কাপুর এবং পরিণীতি চোপড়া । টুইটারে ছবির সম্পর্কে সুখবর জানান ববি নিজেই।
পোস্টে ববি জানান, একজন প্রাণী সম্পর্কে আমাদের সকলের ধারণা আছে তবে তার গল্প সম্পর্কে জানতে হলে আপনাকে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। সুতরাং সাসপেন্স অবশ্যই থাকছে সিনেমার প্লট জুড়ে।
যদিও বা সিনেমার টিজার প্রকাশ পায় বেশ কিছুদিন আগে। টিজারে রণবীর কাপুরের গলায় বেশ কিছু স্বীকারোক্তি গায়ে কাঁটা দেওয়ার মতো।
RANBIR KAPOOR – SANDEEP REDDY VANGA: ‘ANIMAL’ TO ARRIVE ON 1 DEC… #Animal gets a new release date: 1 Dec 2023.#RanbirKapoor #SandeepReddyVanga #BhushanKumar #MuradKhetani pic.twitter.com/NoZN4RmYl1
— taran adarsh (@taran_adarsh) July 3, 2023
টুইটারে চলচ্চিত্র বিশেষজ্ঞ তরণ আদর্শ জানান, স্বাধীনতা দিবসের সপ্তাহে অর্থাৎ ১১ আগস্ট রণবীরের সিনেমা মুক্তি পাচ্ছে না। তা পিছিয়ে দেওয়া হয়েছে। ১ লা ডিসেম্বর ২০২৩ এ মুক্তি পাবে রণবীর অভিনীত ছবি ‘অ্যানিমাল’।
‘অর্জুন রেড্ডি’ খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরিচালনায় ‘অ্যানিম্যাল’-এর অভিনয় করেছেন রণবীর। শোনা গিয়েছে, বাবা ও ছেলের সম্পর্ককে কেন্দ্র সাজানো ‘অ্যানিম্যাল’-এর গল্প। ছবিতে রণবীরের বিপরীতে দেখা যাবে ‘ন্যাশনাল ক্রাশ’ রশ্মিকা মন্দানাকে।
পড়ুন: বাংলাদেশি পরিচালকের সঙ্গে জুটি বেঁধেছেন জিৎ, কবে মুক্তি পাবে ‘মানুষ’?
এছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অনিল কাপুর, ববি দেওল, তৃপ্তি ডিমরি, শক্তি কাপুর, সুরেশ ওবেরয়।
রণবীর কাপুরের অ্যানিম্যাল সিনেমাটি নিয়ে কিন্তু অনুগামীদের মধ্যে বেশ উদ্বেগের সৃষ্টি হয়েছে। সিনেমাটি অনুগামীরা পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন।
ছবি- টুইটার
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন