কঙ্গনার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন রণবীর সিং। হঠাৎ কঙ্গনাকে কেন নিশানা করলেন অভিনেতা?
কঙ্গনা রানাউত পরিচালক করণ জোহরের সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-র নায়ক রণবীর সিংকে পরামর্শ দিতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, তিনি যেন করণ জোহরের পোশাক ভাবনা শুনে না চলেন। বরং সাধারণ মানুষের মত করে যেন তিনি পোশাক পরেন।
পড়ুন: পাপারাৎজিদের ক্যামেরায় ফুটে উঠল সলমনের নতুন লুক, কেন আঁতকে উঠল নেটবাসী?
অভিনেত্রী আরও লেখেন, রণবীরের এমন পোশাক পরা উচিত নয় যা দেখে তাকে কার্টুনের মত লাগে। দেশের মানুষ কিন্তু কার্টুনের মত পোশাক পরা কেউ নিজেকে হিরো বললে তাকে মেনে নিতে পারেন না।
এক সাক্ষাৎকারে রণবীর বলেন, ‘আমি কখনও ক্রেডিট নিইনি, কিন্তু অনেক অভিনেতাই আছেন যারা নিয়ে থাকেন। কিন্তু আমি সেই রকম নই।‘
নেটিজেনদের একটা বড় অংশের ধারণা, রণবীরের নিশানা কঙ্গনাকেই। এর আগে ২০১৭ সালে লেখক অপূর্ব আসরানি কঙ্গনার উপর ক্ষোভ উগরে দিয়েছিলেন। কঙ্গনা দাবি করেছিলেন ‘সিমরন’ ছবির সংলাপ তিনি লিখেছিলেন। কঙ্গনার এই দাবিকে সমর্থন করেছিলেন পরিচালক হংসল মেহতা। যদিও ক্রেডিটে গিয়েছিল কঙ্গনার নাম। ‘কুইন’ ছবির ক্ষেত্রেও ঘটেছিল অনুরূপ ঘটনা। সেই কারণেই কী কঙ্গনাকে একহাত নিলেন রণবীর।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন