Homeখবরদেশঅর্ধেকেরও বেশি রোগের কারণ খাদ্যভ্যাস, আইসিএমআর জানাল প্রতিদিনের পাতে কী থাকা উচিত

অর্ধেকেরও বেশি রোগের কারণ খাদ্যভ্যাস, আইসিএমআর জানাল প্রতিদিনের পাতে কী থাকা উচিত

প্রকাশিত

ভারতীয়দের খাদ্যাভ্যাস সংক্রান্ত একটি পুস্তিকা প্রকাশ করেছেন ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR) এর প্রধান। রোগের হাত থেকে দূরে থাকতে প্রতিদিনের পাতে কোন ধরনের খাবার থাকা উচিত, সেসবই তুলে ধরা হয়েছে ওই গাইডলাইনে। একই সঙ্গে আইসিএমআর প্রধানের মন্তব্য, অর্ধেকেরও বেশি রোগের কারণ আমাদের ভুল খাদ্য়াভাস।

অস্বাস্থ্যকর খাদ্য ভারতে ৫৭ শতাংশ রোগের কারণ। আইসিএমআর এবং ইনস্টিটিউট অফ নিউট্রিশন (এনআইএন)-এর রিপোর্ট অনুসারে, খারাপ খাদ্যাভ্যাসের কারণে শরীরে পুষ্টির অভাব, রক্তস্বল্পতা, স্থূলতা, ডায়াবেটিস, ক্যান্সারের মতো মারাত্মক রোগের ঝুঁকি বেড়েছে।

‘দিন কি মেরি থালি’ শিরোনামে একটি নির্দেশিকা শেয়ার করা হয়েছে। ন্যূনতম আটটি খাদ্য আইটেম থেকে ম্যাক্রোনিউট্রিয়েন্ট এবং মাইক্রোনিউট্রিয়েন্ট সোর্স করার পরামর্শ দেওয়া হয়েছে ওই নির্দেশিকয়। যার মধ্যে শাকসবজি, ফল, সবুজ শাক, শিকড় ও কন্দ জাতীয় সবজি অবশ্যই খেতে হবে যাতে শরীর পর্যাপ্ত পরিমাণে ফাইবার পায়।

এর পর আসে ডাল, মাংস জাতীয় খাবার, ডিম, শুকনো ফল, তৈলবীজ এবং দুধ বা দই। একটি প্লেটে ৪৫ শতাংশ পর্যন্ত দানাশস্য থাকা উচিত। যেখানে ডাল, ডিম এবং মাংস জাতীয় খাবারের জন্য মোট শক্তির শতাংশ প্রায় ১৪ থেকে ১৫ শতাংশ হওয়া উচিত।

এ ছাড়া শক্তির ৩০ শতাংশ খাবার চর্বি জাতীয় হওয়া উচিত। যেখানে বাদাম, তৈলবীজ, দুধ এবং দুগ্ধজাত পণ্য প্রতিদিন মোট শক্তির ৮-১০ শতাংশ হওয়া উচিত। আপনার প্রতিদিনের খাদ্যতালিকায় চিনি, লবণ ও চর্বি কমাতে বেশি বেশি ফল ও সবজি খেতে হবে। বিশেষ করে গর্ভবতী মহিলা এবং শিশুকে বুকের দুধ খাওয়ানো মহিলাদের যতটা সম্ভব দুধ, ডিম এবং মাংস খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আইসিএমআর প্রকাশিত পুস্তিকাটিতে, এটি স্পষ্টভাবে বলা হয়েছে যে শস্য প্রতিদিনের মোট শক্তির ৫০ থেকে ৭০ শতাংশ অবদান রাখে। ডাল, মাংস, হাঁস-মুরগি এবং মাছ একসঙ্গে মোট দৈনিক শক্তি গ্রহণের ৬ থেকে ৯ শতাংশ অবদান রাখে। বিশেষজ্ঞদের মতে, সঠিক খাদ্যাভ্যাস মেনে চলার পাশাপাশি প্রতিদিন ব্যায়াম করতে হবে।

আরও পড়ুন: শরীরের এই ৫টি সমস্যা থেকে মুক্তি কীভাবে পাবেন? টমেটোতে মিলতে পারে সমস্যার সমাধান

সাম্প্রতিকতম

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ, উপকূলে ভারী বৃষ্টির সতর্কতা, রবিবার কলকাতায় ভিজতে পারে ‘রাত দখল’ কর্মসূচি

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপের রূপ নিতে চলেছে, ফলে উপকূলে ভারী বৃষ্টির সতর্কতা জারি। কলকাতায় রবিবার রাতে আরজি কর ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ‘রাত দখল’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

ট্রি টপ প্ল্যান্টেশন’, জলদাপাড়া অভয়ারণ্যে গাছ সংরক্ষণের অভিনব উদ্যোগ

জলদাপাড়া অভয়ারণ্যে বন দফতর নতুন 'ট্রি টপ প্ল্যান্টেশন' প্রকল্প শুরু করেছে, যেখানে গাছের চারা উঁচু গাছের ডালে বসিয়ে সংরক্ষণ করা হচ্ছে। ইউনিকোড প্রযুক্তির সাহায্যে ফলহীন গাছ চিহ্নিত করা হচ্ছে।

‘…দুর্নীতিগ্রস্তদের পেশিশক্তির আস্ফালন’! মমতাকে চিঠি লিখে সাংসদপদ ও রাজনীতি ছাড়লেন জহর সরকার

আরজি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদে তৃণমূলের রাজ্যসভা সাংসদ জহর সরকার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা একটি চিঠিতে তিনি ঘটনার বিরুদ্ধে সরকারে নেওয়া পদক্ষেপের কঠোর সমালোচনা করেছেন।

অপরাজিতা বিলের সমালোচনায় সরব সমাজকর্মী ও আইনজীবীরা, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি

অপরাজিতা বিলের মৃত্যুদণ্ড সংক্রান্ত ধারা নিয়ে মানবাধিকার কর্মী ও আইনজীবীদের তীব্র প্রতিবাদ। বিলটিকে অমানবিক ও অসাংবিধানিক বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন

‘লালবাগছা রাজা’-র সামনে নতমস্তক ধনকুবের শিল্পপতি থেকে বলিউডের সেলেব

মহারাষ্ট্রের মুম্বইয়ের লালবাগছা রাজার গণেশ পুজো বিশাল আকৃতির গণপতি বাপ্পার আরাধনা করে। মরাঠা বীর ছত্রপতি শিবাজির হাত ধরে জনপ্রিয় হওয়া এই পুজো আজ দেশের প্রায় প্রতিটি কোণায় ছড়িয়ে গেছে।

গ্রাস করছে অলসতা, কুঁড়ে হচ্ছে ভারতীয়রা, চাঞ্চল্যকর তথ্য গবেষণায়

ধনী, গরিব নির্বিশেষে ৫ হাজারের বেশি মানুষের ওপর গবেষণা চালায়। গবেষণায় দেখা গেছে, মাত্র ১০% ভারতীয় নিয়মিত খেলাধুলো করে। ১৫৫ মিলিয়ন প্রাপ্তবয়স্ক মানুষ ও ৪৫ মিলিয়ন কিশোর কিশোরী শারীরিক কসরত করে না।

এয়ার ইন্ডিয়ার বিমানেও এবার মাঝ আকাশেও ওয়াইফাই পরিষেবা 

এয়ার ইন্ডিয়ার পাশাপাশি চলন্ত বিমানে মাঝ আকাশে ওয়াইফাই পরিষেবা দেয় জেটব্লু, নরওয়েইয়ান এয়ার, ফিলিপিন এয়ারলাইনস, এয়ার নিউজিল্যান্ড, চায়না ইস্টার্ন এয়ারলাইনস, ইউনাইটেড এয়ারলাইনস, ভার্জিন অ্যাটলান্টিক, ব্রিটিশ এয়ারওয়েজ ও লুফৎহানসার মতো অসামরিক বিমান পরিবহণ সংস্থা।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?