সোশ্যাল মিডিয়ায় ফের উষ্ণতার পারদ চড়ালেন ঋতাভরী, লাস্যময়ী রূপে ধরা দিলেন অভিনেত্রী

ঋতাভরী চক্রবর্তী। টলিউডের এই মিষ্টি নায়িকাকে কে না চেনেন! শুধু টলিউড নয় এই নায়িকা দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন বলিউডেও।

0

ঋতাভরী চক্রবর্তী। টলিউডের এই মিষ্টি নায়িকাকে কে না চেনেন! শুধু টলিউড নয় এই নায়িকা দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন বলিউডেও।

সেই সবের মাঝেই ফের মোহময়ী রূপে ধরা দিলেন ঋতাভরী। উন্মুক্ত ক্লিভেজই যেন ‘ফ্যাশন ট্রেন্ড’। টলি কুইনরাও বারবারে প্রমাণ দিচ্ছেন এই ফ্যাশনের।

সম্প্রতি নায়িকা তাঁর ইনস্টাগ্রামে এই সব ছবি শেয়ার করেছেন। যা মুহূর্তেই ভাইরাল হয়েছে। যেখানে লাল রঙের পোশাকে দেখা যাচ্ছে তাঁকে। লাল হাই স্লিট সিফনের স্কার্ট। সাদা ডিপ কাট টপ আর লাল ওড়না। সাদা ডিপ কাট টপে স্পষ্ট তাঁর ক্লিভেজ। সঙ্গে মানানসই মেকআপ আর কার্ল হেয়ার। ভিডিও-তে বিভিন্ন পোজ দিয়েছেন। এই ভিডিও পোস্ট করা মাত্রই ভাইরাল হয়েছে।

পড়ুন: ছেলে ইউভানকে নিয়ে কেন নাজেহাল শুভশ্রী? কী পরামর্শ দিলেন শ্বাশ্বত?

মৈনাক ভৌমিকের পরিচালনায় পা রাখবেন ওটিট-তে। শেষ হয়েছে সেই ছবির কাজ। এই কারণে বেশ কিছুদিন বিদেশে ছিলেন নায়িকা। বিদেশ থেকে বহু ছবি পোস্ট করেন। সঙ্গে জানান কাজের অভিজ্ঞতা। চলছে এই সিরিজের শেষাংশের কাজ। তাঁর পরই ওটিটি-তে দেখা দেবেন নায়িকা। চলছে তাঁরই প্রস্তুতি। এরই মাঝে ভাইরাল হল ঋতাভরীর হট লুক। বিচের ধারে লাস্যময়ী লুকে ধরা দিলেন ঋতাভরী।

নায়িকার জাদুই এমনটা। সব সময় ঝলমল করেন তিনি। ঋতাভরী বেড়াতে যেতেও খুব ভালবাসেন। মাঝে মধ্যেই তাঁকে দেখা যায় এদিক ওদিক ঘুরতে যেতে। 

ভিডিও- ইন্সটাগ্রাম

বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.