টলিপাড়ার প্রথম সারির অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি সর্বদাই শিরোনামে থাকেন। ২০১৮ সালেই পরিচালক রাজের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন শুভশ্রী। বিয়ের দু বছরের মধ্যেই মা হয়েছেন শুভশ্রী। রাজশ্রীর ছোট্ট ইউভান এখন নেটদুনিয়ার হটকেক। জন্মানোর পর থেকেই তারকা পুত্রকে নিয়ে হইচই-এর শেষ নেই।
স্বামী-সন্তান-পরিবার এই নিয়েই বেজায় ব্যস্ত টলিপাড়ার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। তবে ছেলে ইউভানের কান্ডে মা শুভশ্রী নাজেহাল। ছেলে না খাচ্ছে, না ঘুমাচ্ছে। খালি না কি বাঁদরের মত লাফাচ্ছে।
এই সমস্যার কথা শুভশ্রী জানিয়েছেন শ্বাশ্বত চট্টোপাধ্যায়কে। তাঁর কাছে গিয়ে সোজা বললেন, আমার ছেলে খালি বাঁদরের মত লাফায়, না খায় না ঘুমায়। কী করি বলুন তো? সোজা একটাই জবাব দিলেন তিনি।
পড়ুন: বক্স অফিসে ‘ড্রিম গার্ল ২’-এর দাপট, পরিচালক রাজ শান্ডিল্য কী জানালেন?
শ্বাশ্বত বললেন, ‘একটু ক্যালান তো দেখি। কথা শুনেই একেবারে আঁতকে উঠলেন শুভশ্রী। ‘বাচ্চাকে মারব’? হতভম্ব হয়ে জিজ্ঞেস করলেন তিনি। তারপরই আসল কথা বললেন শ্বাশ্বত। বাচ্চাকে নয়, তাহলে? তাঁর কথায়… আহা! বাচ্চাকে কেন মারবেন, বাবাকে দিন ঘা কতক। সাইডে নিয়ে এসে কয়েক ঘা দিন দেখবেন ঠিক হয়ে যাবে।‘
এইকথা শুনে, শুভশ্রীর আনন্দের কুল কিনারা নেই। রাজকে দু ঘা দেওয়ার কথা শুনতেই মনে সে কি আনন্দ। শ্বাশ্বত-র এই পরামর্শ বেশ কাজে দিয়েছে শুভশ্রীর জন্য।
ভিডিও- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন