ফের খুনের হুমকি দেওয়া হল বলিউড সুপারস্টার সলমান খানকে। বহু প্রতীক্ষার পর এই ইদে মুক্তি পেতে চলেছে সলমান খানের আগামী ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’। সোমবার ছিল সেই ছবিরই ট্রেলার লঞ্চ। কিন্তু সেই খুশির মাঝেই এল চিন্তার খবর। সোমবার ফের নয়া খুনের হুমকি পান অভিনেতা।
গত ১০ এপ্রিল মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে একটি ফোন আসে। যে ফোন করেছিল সে নিজের পরিচয় দেয় ‘রকি ভাই’ বলে। পুলিশকে ওই ব্যক্তি জানায়, তার বাড়ি রাজস্থানের যোধপুরে। সে একজন গোরক্ষক। সে জানায় আগামী ৩০ এপ্রিল খুন করা হবে অভিনেতাকে।
পুলিশের সূত্রে জানানো হয়েছে, সলমানের পরিবার ও তাঁর গোটা টিম এই হুমকি নিয়ে খুবই চিন্তিত।
সলমানের সুরক্ষা নিয়ে তাঁরা খুবই উদ্বিগ্ন। এই নয়া হুমকিতে তাঁরা ফের চিন্তায় পড়ে গেছেন। তবে পুলিসের তৎপরতায় তাঁরা সন্তুষ্ট। সম্প্রতি নিরাপত্তার কারণেই মুম্বই পুলিসের তরফ থেকে সলমানের বিভিন্ন অনুষ্ঠান বাতিলও করেছে।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন