বলিস্টারদের হাঁড়ির খবর জানতে মুখিয়ে থাকে আমজনতা। পাপারাৎজ্জিদের অনুরোধে ক্যামেরার দিকে বিভিন্ন পোজে লুক দেন তারকারা।
সাধারণত মেজাজ হারান না বলিউড নবাব সইফ আলি খান। তবে কী এমন হল যে, তেড়েফুড়ে গেলেন অভিনেতা। সঙ্গে ছিলেন স্ত্রী করিনা কাপুর খানও। বেশ হাসিমুখে মিষ্টি সুরে উচিত জবাব দিলেন বলিউড নবাব পাপারাৎজ্জিদের।
মালাইকা অরোরার মা জয়েস অরোরার জন্মদিনের পার্টিতে হাজির ছিলেন একাধিক তারকারা। এই অনুষ্ঠানে হাজির ছিলেন বলিউডের নবাব ও বেগম বেবোও। কালো পাঞ্জাবির সঙ্গে সাদা পাজামা পরেছিলেন সইফ, অন্যদিকে কালো ওয়ান পিস পরেছিলেন করিনা। খোলা চুলে তারকাদ্যুতি।
তাঁদের দুজনকে অনেকবার ক্যামেরায় পোজ দেওয়ার জন্য পাপারাৎজ্জিরা অনুরোধ করতে থাকেন। পোজ তো দিলেনই না, বরং মেজাজ হারিয়ে পাপারাৎজ্জিদের সইফ বলেন, ‘একটা কাজ করুণ, আমাদের বেডরুমে চলে আসুন।‘
সইফ ও করিনা বাংলো থেকে বেরোতেই বলিউডের তারকা দম্পতিকে পাপ্পারাজিরা ঘিরে ধরেন। সুযোগ পেয়েই ঝটাপট ছবি তুলছিলেন সকলে। আর তারকাদের হাঁড়ির খবর জানতে সর্বদাই পাপ্পারাজিদের ক্যামেরা প্রস্তুত। সেসব দেখেই বিরক্ত হন সইফ। তবে করিনা মুখে কোনও কথা না বললেও তাঁর চোখেমুখে বিরক্তির ভাব ছিল স্পষ্ট।
ভিডিও- ইন্সটাগ্রাম।
বিনোদনের সব খবর পড়তে দেখুন খবর অনলাইন।