মুম্বই: বলিউড সুপারস্টার সলমান খানকে ফের হুমকি। মুম্বই পুলিশের ট্রাফিক কন্ট্রোল রুমে এক হোয়াটসঅ্যাপ মেসেজে এই হুমকি পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, হুমকিতে দাবী করা হয়েছে অভিনেতাকে মন্দিরে গিয়ে ক্ষমা চাইতে হবে অথবা তাঁকে পাঁচ কোটি টাকা দিতে হবে। মুম্বই পুলিশ জানিয়েছে, এই হুমকির পিছনে লরেন্স বিষ্ণোই গ্যাং রয়েছে।
সূত্র অনুযায়ী, মেসেজে বলা হয়েছে, “লরেন্স বিষ্ণোইয়ের ভাই কথা বলছি। সালমান খান যদি বাঁচতে চায়, তবে আমাদের মন্দিরে গিয়ে ক্ষমা চাইতে হবে অথবা ৫ কোটি টাকা দিতে হবে। না দিলে তাঁকে হত্যা করা হবে। আমাদের গ্যাং এখনও সক্রিয়।” এই হুমকির তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ।
এক সপ্তাহের মধ্যে সলমান খানের বিরুদ্ধে এই নিয়ে দ্বিতীয়বার হুমকি এল। এর আগে, গত ৩০ অক্টোবর মুম্বাই ট্রাফিক কন্ট্রোল রুমে একই ধরনের একটি হুমকি বার্তা পাঠানো হয়েছিল। সেই বার্তায় ২ কোটি টাকা দাবি করা হয়েছিল।
মুম্বই পুলিশ হুমকির মেসেজটি গুরুত্ব দিয়ে দেখছে এবং এর তদন্ত শুরু করেছে। অভিনেতার বাড়িতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।