বি-টাউনে একের পর এক চমক। একে অপরকে টেক্কা দিতে যেন মুখিয়ে রয়েছে। একে প্রেমের মাস, তাতে আবার বলিউডের ‘প্রেম’ এর ভালোবাসা মাখা নিবেদন। ভ্যালেন্টাইন্স ডে-র আগেই মুক্তি পেল সলমন খান অভিনীত ছবির গান।
শাহরুখের ‘পাঠান’ সিনেমার মুক্তির সঙ্গে সঙ্গেই প্রকাশ্যে এসেছিল ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর টিজার। শাহরুখের কামব্যাক সিনেমার মাঝে সলমন খানের ছবির আগাম ঝলক দেখে উচ্ছ্বসিত ছিলেন অনুরাগীরা।
‘তেরে নাম’-ছবিতে সলমনের এমন লম্বা চুল রীতিমতো ফ্যাশনে পরিণত হয়েছিল। সে সময়ে সকলেই একেবারে ভাইজান লুকে নিজেকে তৈরি করেছিলেন। এই ছবিতেও একইরকম লম্বা চুলে দেখা যাবে সলমানকে। অন্যদিকে, ভাইজানের বিপরীতে গ্ল্যামারাস পূজাও অনবদ্য। ভ্যালেন্টাইন ডে-কে মাথায় রেখেই মূলত মুক্তি পেয়েছে গানটি। গানের দৃশ্যে লেহ ও লাদাখ-এর দৃশ্য মন ছুঁয়ে যায়।
নীল আকাশের নীচে রুক্ষ পাথুরে জমি। সেখানে প্রেমের অপেক্ষায় সলমন। হাওয়ায় উড়ছে তাঁর অবিন্যস্ত চুল। চোখে কেতাদুরস্ত রোদচশমা। আর মুখে সেই চেনা হাসি। কখনও তিনি প্রেয়সীর হাত ধরে হাঁটছেন সূর্য ডোবার মুহূর্তে। আবার কখনও তাঁর নায়িকা চোখ রেখেছেন পর্দায় ‘প্রেমিকের’ অপেক্ষায়। মন মানছে না কারও, বাতাসে মিশেছে ‘নইয়ো লাগদা’।
‘কিসি কা ভাই কিসি কা জান’ ছবির এই নতুন গান মুক্তি পেয়েছে রবিবার। ছবিতে সলমনের বিপরীতে আছেন পূজা হেগড়ে। থাকছেন দক্ষিণী অভিনেতা জগ্গু ভাই। এবং শহনাজ গিল ও সলমনের পুরনো নায়িকা ভূমিকা চাওলা। গানটি গেয়েছেন সঙ্গীতশিল্পী পালক মুচ্চল।
নতুন এই ছবিতে সলমনের লুক নিয়ে ইতিমধ্যেই শোরগোল বলিপাড়ায়। তবে ‘পাঠান’-এর সঙ্গে এই ছবির গল্পে অদৌ কোনও মিল আছে কি না সেটা সময়ই বলবে।
ছবি ও ভিডিও- ইন্সটাগ্রাম।
বিনোদনের খবর আরও বেশি জানতে পড়ুন খবর অনলাইন।