চমক ভাইজানের। ভক্তদের আর বেশি অপেক্ষা করাতে চান না। গতকালই দিলেন সেই সুখবর।
সলমন খান নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে সোমবার জানিয়ে দিলেন তাঁর আগামী ছবির টিজার রিলিজ সম্পর্কে। তাঁর অভিনীত ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির টিজার রিলিজ হবে ২৫ শে জানুয়ারি।
সলমান খান প্রযোজিত ফারহাদ সামজির নির্দেশনায় ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটিতে সলমান ছাড়াও পূজা হেগড়ে, ভূমিকা চাওলা, বিজেন্দ্র সিং, অভিমন্যু সিং, পলক তিওয়ারি থেকে সিদ্ধার্থ নিগমে, ভেঙ্কটেশ ডগ্গুবতি, জগপতি বাবু, রাঘব জুয়াল, জসসি গিল, শেহনাজ গিলের মতো বেশকিছু নাম।
তবে সমস্যা যে অন্য জায়গায়। পাঠানকে টক্কর দিতেই কি এমন সিদ্ধান্ত নিলেন ভাইজান?
সলমান ভক্তেরা বেশকিছু দিন ধরেই অধীর অপেক্ষায় ছিল, কবে আসবে তাদের ভাইজানের সিনেমা। টিজার থেকে ট্রেলার কবে আসবে বাজারে, একঝলক দেখার জন্য অপেক্ষায় ভক্তেরা।
ছবি সৌজন্যে- ইন্সটাগ্রাম।
বিনোদনের খবর আরও বেশি জানতে পড়ুন খবর অনলাইন।