Homeবিনোদন‘মন্নত’-এ বেআইনি সংস্কারের অভিযোগ, প্রশাসনিক হানায় বিপাকে শাহরুখ খান!

‘মন্নত’-এ বেআইনি সংস্কারের অভিযোগ, প্রশাসনিক হানায় বিপাকে শাহরুখ খান!

প্রকাশিত

বলিউডের তারকাদের বিরুদ্ধে বেআইনি নির্মাণ বা অনুমতি ছাড়াই ভবন সংস্কারের অভিযোগ নতুন কিছু নয়।অমিতাভ বচ্চন থেকে মিঠুন চক্রবর্তী—কেউই বাদ যাননি সেই তালিকা থেকে। এ বার ফের বিতর্কের কেন্দ্রে শাহরুখ খানের ঐতিহ্যবাহী বাংলো ‘মন্নত’।

সম্প্রতি ‘মন্নত’-এ চলছে সংস্কারের কাজ। শাহরুখ এবং গৌরী খান আপাতত অন্যত্র সরে গিয়ে বিলাসবহুল এই আবাসনে রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজ শুরু করেছেন। কিন্তু বন দফতর এবং বৃহন্মুম্বই পুরসভার কাছে অভিযোগ জমা পড়েছে, এই সংস্কার কাজ উপকূলীয় অঞ্চলের নির্মাণ বিধি লঙ্ঘন করে হচ্ছে। অভিযোগের ভিত্তিতে শুক্রবার ব্যান্ডস্ট্যান্ড এলাকায় অবস্থিত ‘মন্নত’ পরিদর্শন করেন দুই দফতরের আধিকারিকেরা।

বন দফতরের এক উচ্চপদস্থ আধিকারিক সংবাদমাধ্যমে জানান, বেআইনি সংস্কারের অভিযোগ পাওয়ার পরই দুই দফতর যৌথভাবে এই অভিযান চালায়। তদন্তের ভিত্তিতে প্রতিবেদন প্রস্তুত করে জমা দেওয়া হবে।

অন্য দিকে শাহরুখ খানের ব্যক্তিগত সহকারী এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, “যে কোনও কাজ যথাযথ অনুমতি ও নির্দেশিকা মেনেই হচ্ছে। বেআইনি কোনও সংস্কার কাজ হচ্ছে না।”

পুরসভার এক আধিকারিক জানিয়েছেন, বন দফতরের অনুরোধেই তাঁরা এই পরিদর্শনে গিয়েছেন। তাঁদের পক্ষ থেকে আলাদা করে কোনও পদক্ষেপ এখনও নেওয়া হয়নি।

সংস্কারের কাজে যুক্ত কর্মীরা জানিয়েছেন, ‘মন্নত’-এর সংস্কার সংক্রান্ত যাবতীয় নথিপত্র তাঁরা দফতরে জমা দেবেন।

এই ঘটনার জেরে বলিউডে শুরু হয়েছে জল্পনা। কারণ, একদিন আগেই প্রাক্তন আইপিএস অফিসার এবং বর্তমানে আইনজীবী ওয়াই পি সিং দাবি করেছিলেন, ‘মন্নত’-এর নকশা ঐতিহ্যবাহী ‘ভিলা ভিয়েনা’র হুবহু অনুকরণ। এমনকি অভিযোগ, ২০০৫ সালে যখন বাংলোটি নির্মাণ হয়, তখন নগর-ভূমি সীমা আইন কার্যকর থাকায় শাহরুখ খান একসঙ্গে বড় বিল্ডিং নির্মাণ করতে পারেননি। সেই আইনি বাধা অতিক্রম করতেই তিনি ও গৌরী খান মিলে ১২টি ছোট ফ্ল্যাট অনুমোদন করিয়ে পরে একত্রিত করেন। তারই ফসল আজকের ‘মন্নত’। সিংয়ের অভিযোগ, পুরসভা কর্তাদের মদত ছাড়া এই কাজ সম্ভব ছিল না।

এর আগেও একাধিক তারকার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠেছে।

  • ২০২১ সালে অমিতাভ বচ্চনের বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ তোলে BMC।
  • এক মাস আগে মালাডের এরাঙ্গল গ্রামে মিঠুন চক্রবর্তীর বাড়ির বিরুদ্ধেও বেআইনি সংস্কারের অভিযোগ তুলে নোটিস জারি করা হয়।

তারকাদের বিলাসবহুল আবাসন এবং আইন লঙ্ঘনের এই পরম্পরা প্রশাসনের জন্যও যথেষ্ট মাথাব্যথার কারণ হয়ে উঠছে। এখন দেখার, শাহরুখ খানের ‘মন্নত’ ঘিরে ওঠা এই অভিযোগ শেষমেশ কোন দিকে গড়ায়।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ট্রাম্পের আক্রমণ উপেক্ষা করে বড়ো জয় বামপন্থী প্রার্থীর, নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি

নিউইয়র্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর আক্রমণ ও ব্যবসায়ী মহলের তীব্র বিরোধিতা সত্ত্বেও নিউইয়র্কের...

বিশ্বকাপজয়ী রিচা ও দীপ্তিকে সংবর্ধনা দেবে ইস্টবেঙ্গল! বাংলার গর্বকে অভিনন্দন ক্লাবের

মহিলাদের বিশ্বকাপজয়ী দলের দুই সদস্য রিচা ঘোষ ও দীপ্তি শর্মাকে সংবর্ধনা দেবে ইস্টবেঙ্গল ক্লাব। বাংলার মহিলাদের ক্রিকেটে তাঁদের অবদানকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত।

বিএলও বা বিএলএ-দের হাতে এসআইআর-এর নথি নয়! বিভ্রান্তি কাটাতে জানিয়ে দিল কমিশন

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে নির্বাচন কমিশনের নতুন নির্দেশ। বিএলও-দের হাতে কোনও নথি দেওয়ার দরকার নেই। ৪ ডিসেম্বর পর্যন্ত পূর্ণ সময় কাজ করবেন ডিইও, ইআরও ও বিএলওরা।

‘দিদি আছে, ভয় পাবেন না, দরকারে থালাবাটি বেচে…!’ এসআইআর ইস্যুতে বার্তা মমতার, অভিষেকের দিল্লি অভিযানের ঘোষণা

কলকাতায় সংবিধানের কপি হাতে তৃণমূলের মিছিল। এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে তোলপাড়ের মধ্যে মমতার বার্তা—“দিদি আছে, ভয় পাবেন না।” অভিষেক জানালেন, দু’মাসের মধ্যে হবে দিল্লি অভিযান।

আরও পড়ুন

রবিবার শাহরুখ খানের ৬০, বলিউড বাদশার প্রশংশায় পঞ্চমুখ হলিউডের কোন সুপারস্টার?

খবর অনলাইন ডেস্ক: ৬০ বছর পূর্ণ হল বলিউডের কিং খানের। রবিবার ২ নভেম্বর শাহরুখ...

শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে ইতিহাস! মুক্তি পেল জুবিন গার্গের স্বপ্নের ছবি ‘রৈ রৈ বিনালে’

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: কখনও কখনও কোনো শিল্পী শুধুমাত্র মানুষ নন, হয়ে ওঠেন এক অনুভূতি,...

৬ নভেম্বর শুরু ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উত্তম-সুচিত্রার ‘সপ্তপদী’ উদ্বোধনী ছবি

আলো, ক্যামেরা, অ্যাকশন— ফের চলচ্চিত্র উৎসবের শহর হয়ে উঠছে কলকাতা। আগামী ৬ নভেম্বর থেকে...