Homeবিনোদনফের সমস্যার মুখে শাহরুখ অভিনীত ‘জওয়ান’, বাংলাদেশের প্রেক্ষাগৃহে কেন বন্ধ করা হল...

ফের সমস্যার মুখে শাহরুখ অভিনীত ‘জওয়ান’, বাংলাদেশের প্রেক্ষাগৃহে কেন বন্ধ করা হল ছবিটি? 

প্রকাশিত

পুরো বিশ্ব জুড়ে মুক্তি পেয়েছিল শাহরুখ খানের বহু প্রতীক্ষিত ছবি ‘জওয়ান’। এই প্রথম একইদিনে ভারতে ও বাংলাদেশে একসঙ্গে মুক্তি পাওয়ার কথা ছিল কোনও বলিউডের ছবির। কিন্তু বিভিন্ন সমস্যার কারণে থমকে গেছিল বাংলাদেশে জওয়ানের রিলিজ। সেন্সর না পাওয়ায় বাংলাদেশে ‘জওয়ান’ মুক্তিতে তৈরি হয়েছিল অনিশ্চয়তা।

তবে সব সমস্যার জটিলতা কাটিয়ে বাংলাদেশে ‘জওয়ান’ মুক্তি পেলেও ফের নতুন জটিলতার সৃষ্টি হয়েছে। বলিউড বাদশা শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমাটি বাংলাদেশে মুক্তির প্রথমদিন থেকে খুব ভালো ব্যবসা করেছে। কিন্তু এই ছবিটি মঙ্গলবার থেকে বাংলাদেশের হলগুলোতে সাময়িকভাবে বন্ধ থাকবে এমনটাই সূত্রের খবর।

আমদানির ভিত্তিতে সিনেমাটি মুক্তির অনুমতি দিয়েছিল তথ্য মন্ত্রণালয়। সিনেমাটি বাংলাদেশে আমদানি করেছে অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট ও রংধনু গ্রুপ।  প্রায় ২ মাস সফলভাবে চলার পর ছবিটি মঙ্গলবার থেকে সাময়িকভাবে বাংলাদেশের হলগুলোতে বন্ধ থাকবে বলে জানিয়েছে  আমদানিকারক প্রতিষ্ঠান ও স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

তারা জানান, সিনেমা আমদানি নীতি অনুযায়ী যে কোনও উৎসবে হিন্দি সিনেমা প্রদর্শন বন্ধ রাখতে হবে। উৎসবের মরসুমের জন্যই ‘জওয়ান’ সিনেমার শো বন্ধ থাকবে।

চলতি বছরের ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী একযোগে মুক্তি পায় ‘জওয়ান’। শাহরুখ খান অভিনীত এই সিনেমাটি পরিচালনা করেছেন অ্যাটলি কুমার।

অ্যাটলি কুমার পরিচালিত সিনেমাটিতে শাহরুখ খানের বিপরীতে আছেন দক্ষিণী সুপারস্টার নয়নতারা। আরও আছেন দীপিকা পাড়ুকোন,  বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার, যোগি বাবু প্রমুখ।

ভিডিও- ইন্সটাগ্রাম 

বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

সাম্প্রতিকতম

তপ্ত এই শহরের বুকে আজও জল বয়ে চলে গুটি কয়েক ভিস্তিওয়ালা

চারিদিক জনশূন্য, দুপুরের রোদে খালি মাথায় 'ভিস্তিওয়ালা' চলেছে। এই রোদে মাথা ফেটে যাচ্ছে। তৃষ্ণায় ছাতি ফাটছে। আহার এখনো তার বাকি, তবু এখন জল নিয়ে পৌঁছাবার সময় গন্তব্যে।

‘বেসরকারি সংস্থাগুলি মহাকাশকে আরও সহজলভ্য করে তুলবে’, দাবি ইসরো প্রধানের

বেঙ্গালুরু: ইনস্টাগ্রাম পেজের মাধ্যমে মহাকাশপ্রেমীদের সঙ্গে আড্ডা জমালেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র চেয়ারম্যান...

সামগ্রিক ফলে ওড়িশা এফসিকে ৩-২ গোলে হারিয়ে আইএসএল ফাইনালে মোহনবাগান সুপার জায়েন্ট

মোহনবাগান সুপার জায়েন্ট ২ (কামিংস, সামাদ) (৩) ওড়িশা ০ (২) কলকাতা: কথা রাখলেন আন্তোনিও লোপেজ...

দুর্গাপুর এনআইটি পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার, বিক্ষোভ, দায় নিয়ে ডিরেক্টরের পদত্যাগ

পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত পড়ুয়ার নাম অর্পণ ঘোষ। তিনি মেকানিক্যালের দ্বিতীয় বর্ষের ছাত্র।

আরও পড়ুন

নিখোঁজ ‘তারক মেহতা’ খ্যাত গুরুচরণ সিং শীঘ্রই বিয়ে করতেন, অভিনেতা আর্থিক সংকটেও পড়েছিলেন

সূত্রের খবর, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছিলেন অভিনেতা।

৬০ বছর বয়সে মাথায় উঠল মিস ইউনিভার্স বুয়েনস আইরেসের মুকুট, জেনে নিন আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজের সম্পর্কে

এর আগে থেকে ১৮ থেকে ২৮ বছর বয়সি কোনও মহিলা এই প্রতিযোগিতার অংশ নিতে পারতেন। কিন্তু আয়োজক সংস্থার পক্ষ থেকে বয়স সীমা তুলে নেওয়া হয়। তার পরই তাঁর এই জয় আসে।

প্রধানমন্ত্রীর ‘বিতর্কিত’ মন্তব্যের সমর্থনে লারা, কী বললেন বলি অভিনেত্রী?

কিছুদিন আগে হায়দরাবাদ থেকে রাহুল গান্ধী বলেছিলেন, কার হাতে কত সম্পত্তি আছে তা সমীক্ষা করে দেখা হবে। কংগ্রেস ক্ষমতায় এলে তা করবে।