মঙ্গলবার মুক্তি পাওয়ার কথা ছিল বলিউডের আসন্ন ছবি ‘শ্যাম বাহাদুর’-এর ট্রেলার। সেই কথা আগেই ঘোষণা করে জানিয়েছিলেন অভিনেতা ভিকি কৌশল। ঠিক কথা মত মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা তেই মুক্তি পেল ছবির বহু প্রতীক্ষিত ট্রেলার।
ভারতীয় সেনাবাহিনীর অন্দরমহলে কান পাতলে এখনও শোনা যায় শ্যাম মানেকশরের নাম। দেশের প্রতিরক্ষায় অসম সাহস এবং বীরত্ব তাঁকে শ্যাম বাহাদুর আখ্যা দিয়েছেন। ছবির ট্রেলারে এককথায় অনবদ্য ভিকি। অভিনেতার হাত ধরে যেন ফের জীবন ফিরে পেয়েছেন শ্যাম মানেকশর। পরিচালনায় গুলজার কন্যা মেঘনা গুলজার।
এই সিনেমার সংলাপও দৃষ্টি আকর্ষণ করেছে। ট্রেলারে ভিকিকে বলতে শোনা যায় ‘এটা যুদ্ধ। আমার এবং আমার সেনাকে এই জন্য ট্রেনিং দেওয়া হয়েছে। আপনি রাজনীতি করুন। যার ট্রেনিং আপনি পেয়েছেন।’ আর এই সংলাপ রীতিমতো দৃষ্টি আকর্ষণ করেছে ভক্তদের।
এই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ১ ডিসেম্বর। ছবিতে স্যাম বাহাদুরের স্ত্রী সিলু মানেকশর চরিত্রে অভিনয় করেছেন সানিয়া মালহোত্রা। আর ফতিমা সানা শেখ হয়েছেন ইন্দিরা গান্ধি। অভিনেতা নীরজ কবিকে দেখা যাবে জওহরলাল নেহেরুর চরিত্রে। পাকিস্তান সেনাবাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক ইয়াহিয়া খান হিসেবে দেখা যাবে মহম্মদ জিসান আয়ুবকে। এছাড়াও একাধিক বিদেশি অভিনেতা রয়েছেন।
ভিডিও- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন