একেবারে নজরকাড়া লুকে ধরা দিলেন বলিউডের সদ্য বিবাহিত দম্পতি। তাদের সাজের মধ্যে একটু হলেও যেন অন্য ধরনের ছোয়া ছিল।
কিয়ারা ও সিদ্ধার্থের রাজকীয় বিয়ের সাজ নজর কেড়েছে প্রায় প্রত্যেকের। হালকা মেকআপেও যে নজর কাড়া যায়, রিসেপশনের দিন সেটা প্রমাণ করেছেন সিদ্ধার্থ-কিয়ারা।
গত ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সলমীরের সূর্যগড় দুর্গে চার হাত এক হয়েছে সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদবাণীর। বিয়ের পর দিল্লিতে শ্বশুরবাড়ির রীতি নিয়ম সেরেছেন কিয়ারা। রবিবার মুম্বইয়ের হোটেল সেন্ট রেজিস, লোয়ার প্যারেলে ছিল সিড কিয়ারার গ্র্যান্ড রিসেপশন। বিয়ের পোশাক থেকে সাজগোজ সব কিছুতেই ছিল আভিজাত্যের ছাপ। তবে রিসেপশনের আয়োজন করা হয়েছিল একেবারে ওয়েস্টার্নের আদলে।
মঙ্গলবার জয়সলমেরে বিয়ে সেরে বুধবার দিল্লিতে চলে যান কিয়ারা ও সিড। দিল্লিতে সিদ্ধার্থের বাড়িতেই আত্মীয়-পরিজন নিয়ে ছিমছাম ভাবেই রিসেপশন হয়।
তারপর রবিবার ছিল মুম্বইয়ের গ্র্যান্ড রিসেপশন। সিড কিয়ারার রিসেপশনে সেজে উঠেছিল রাশি রাশি সাদা গোলাপে৷ মাঝে বড় বড় অক্ষরে লেখা ‘SK’, অর্থাৎ সিড-কিয়ারা।
তাদের রিসেপশনের অতিথির আসনে ছিলেন করণ জোহর, অভিষেক বচ্চন, রনভীর, কাজল, অজয় দেবগণ, বিদ্যা বালান, শিল্পা শেটি, পরিচালক অয়ন মুখোপাধ্যায়,আলিয়া ভাট থেকে নিতু কাপুর, দিশা পাটানি আরও একঝাঁক তারকা উপস্থিত ছিলেন।বিয়ের পরে আর একটু বড় জায়গায় সংসার পাততে চেয়েছিলেন সিড ও কিয়ারা দু’জনেই। তাই ৭০ কোটি টাকা খরচ করে কিনেই ফেললেন পালি হিলের বাংলো।
এছাড়া নবদম্পতি সিড-কিয়ারার তরফ থেকে পাপারাৎজিদের মিষ্টি বিতরণ করতে দেখা যায়।
ছবি- ইন্সটাগ্রাম।
বিনোদনের খবর আরও বেশি জানতে পড়ুন খবর অনলাইন।