Homeবিনোদনরিসেপশনে নজরকাড়া লুক কিয়ারা ও সিদ্ধার্থের, ৭০ কোটির বাংলো উপহার স্ত্রীকে

রিসেপশনে নজরকাড়া লুক কিয়ারা ও সিদ্ধার্থের, ৭০ কোটির বাংলো উপহার স্ত্রীকে

প্রকাশিত

একেবারে নজরকাড়া লুকে ধরা দিলেন বলিউডের সদ্য বিবাহিত দম্পতি। তাদের সাজের মধ্যে একটু হলেও যেন অন্য ধরনের ছোয়া ছিল। 

কিয়ারা ও সিদ্ধার্থের রাজকীয় বিয়ের সাজ নজর কেড়েছে প্রায় প্রত্যেকের। হালকা মেকআপেও যে নজর কাড়া যায়,  রিসেপশনের দিন সেটা প্রমাণ করেছেন সিদ্ধার্থ-কিয়ারা।

গত ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সলমীরের সূর্যগড় দুর্গে চার হাত এক হয়েছে সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদবাণীর। বিয়ের পর দিল্লিতে শ্বশুরবাড়ির রীতি নিয়ম সেরেছেন কিয়ারা। রবিবার মুম্বইয়ের হোটেল সেন্ট রেজিস, লোয়ার প্যারেলে ছিল সিড কিয়ারার গ্র‍্যান্ড রিসেপশন। বিয়ের পোশাক থেকে সাজগোজ সব কিছুতেই  ছিল আভিজাত্যের ছাপ। তবে রিসেপশনের আয়োজন করা হয়েছিল একেবারে ওয়েস্টার্নের আদলে।

মঙ্গলবার জয়সলমেরে বিয়ে সেরে বুধবার দিল্লিতে চলে যান কিয়ারা ও সিড। দিল্লিতে সিদ্ধার্থের বাড়িতেই আত্মীয়-পরিজন নিয়ে ছিমছাম ভাবেই  রিসেপশন হয়।

তারপর রবিবার ছিল মুম্বইয়ের গ্র্যান্ড  রিসেপশন। সিড কিয়ারার রিসেপশনে সেজে উঠেছিল রাশি রাশি সাদা গোলাপে৷ মাঝে বড় বড় অক্ষরে লেখা ‘SK’, অর্থাৎ সিড-কিয়ারা।

তাদের রিসেপশনের অতিথির আসনে ছিলেন করণ জোহর, অভিষেক বচ্চন, রনভীর, কাজল, অজয় দেবগণ, বিদ্যা বালান, শিল্পা শেটি, পরিচালক অয়ন মুখোপাধ্যায়,আলিয়া ভাট থেকে নিতু কাপুর, দিশা পাটানি আরও একঝাঁক তারকা উপস্থিত ছিলেন।বিয়ের পরে আর একটু বড় জায়গায় সংসার পাততে চেয়েছিলেন সিড ও কিয়ারা দু’জনেই। তাই ৭০ কোটি টাকা খরচ করে কিনেই ফেললেন পালি হিলের বাংলো।

এছাড়া নবদম্পতি সিড-কিয়ারার তরফ থেকে পাপারাৎজিদের মিষ্টি বিতরণ করতে দেখা যায়।

ছবি- ইন্সটাগ্রাম।

বিনোদনের খবর আরও বেশি জানতে পড়ুন খবর অনলাইন।

সাম্প্রতিকতম

রাজস্থানে মুখ্যমন্ত্রীর দৌড়ে আরও একটি বড়ো নাম, কার ভাগ্যে শিকে ছিঁড়বে

রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তীসগঢ়ে চলমান রাজনৈতিক অস্থিরতা ভোট গণনার পরেও অব্যাহত রয়েছে। এই তিনটি...

বৃহস্পতিতেও বাংলায় বৃষ্টি, বর্ষণ থামলেই দ্রুত নামবে পারদ

কলকাতা: আকাশ মেঘলা। বুধবারের পর বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি...

তেলঙ্গনায় বৃহস্পতিবার এবং মিজোরামে শপথগ্রহণ শুক্রে, বিজেপির জেতা ৩ রাজ্যে বিলম্বের কারণ কী

রবিবার ফলাফল ঘোষিত হয়েছে রাজস্থান,মধ্যপ্রদেশ, তেলঙ্গনা এবং ছত্তীসগঢ় বিধানসভা ভোটের। সোমবার জানা গিয়েছে মিজোরামের...

উত্তরকাশীর সেই টানেলের দায়িত্ব পাবে এক বিশেষ সংস্থা, নীরবতা দুর্ঘটনায়

কয়েক দিন সারা দেশে আলোড়ন ফেলেছিল উত্তরকাশীর নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসের ঘটনা। ভেঙে পড়া সুড়ঙ্গের...

আরও পড়ুন

শুরু হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হতে সলমনদের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর  

কলকাতা: পশ্চিমবঙ্গে চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত হতে সলমন খান, অনিল কাপুরের কাছে আবেদন জানালেন...

‘সিআইডি’-এর ‘ফ্রেডরিক্‌স’ দীনেশ ফড়নিস মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত

মুম্বই: প্রয়াত হলেন হিন্দি সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা দীনেশ ফড়নিস। সিরিয়ালপ্রেমী দর্শকরা তাঁকে ‘সিআইডি’ সিরিয়ালের...

কলকাতা চলচ্চিত্র উৎসবের কাউন্টডাউন শুরু

কলকাতা: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য মুখিয়ে থাকেন দেশ-বিদেশের অনেকেই। ৫ ডিসেম্বর শুরু হচ্ছে...