যেন রূপে লক্ষ্মী, আর গুনে সরস্বতী। গায়িকা মোনালি ঠাকুরের রূপ যেন স্বয়ং ভগবানের উপহার। সেই সঙ্গে তার গানের ভক্তকূল আসমুদ্র হিমাচল বিস্তৃত। তবে কণ্ঠ ছাড়াও এই গায়িকার রূপের প্রেমেও পড়েন অনেকেই।
তবে বিতর্কের সূত্রপাত তার একটি ইনস্টাগ্রাম পোস্টকে ঘিরে। তবে কণ্ঠ নয়, চর্চা চলছে তার রূপ নিয়ে। অনেকের মতে, রূপের খুঁত মুছে দিতে প্লাস্টিক সার্জারি করিয়েছেন এই সুন্দরী গায়িকা। গায়িকা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে একগুচ্ছ নিজের সেলফি পোস্ট করেন।
এই ছবিতে তাকে দেখা যায় বাংলা টেলিভিশন চ্যানেলের এক রিয়েলিটি শোয়ের বিচারকের আসনে। কিন্তু বিতর্ক শুরু হয় তার চেহারাকে নিয়ে। ভক্তদের মধ্যেও পড়ে শোরগোল। তার ছবি দেখে অনেকেই লেখেন, ‘এ কী অবস্থা মুখের?’, ‘নাকে সার্জারি করিয়েছো নাকি?’, ‘বয়সের ছাপ মুখে স্পষ্ট, কেমন একটা দেখতে লাগছে’। তবে এই বিষয়ে মুখ খোলেননি গায়িকা নিজে।
বিনোদন জগতে এই সার্জারির অভিযোগ নতুন কোনও বিষয় নয়। তবে সম্প্রতি গায়িকা মোনালি ঠাকুর যে ছবিগুলি দিয়েছেন একটি রিয়েলিটি শো’য়ের মঞ্চ থেকে। যে ছবি দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে তিনি লিপ জব করিয়েছেন। অর্থাৎ নিজের ঠোঁটের ওপর অস্ত্রোপচার করেছেন তিনি। তবে এই বিষয়ে মুখ খোলেননি গায়িকা।
ছবি- ইন্সটাগ্রাম।
বিনোদনের খবর আরও বেশি জানতে পড়ুন খবর অনলাইন।