লম্বা বিনুনি৷ পরনে শাড়ি৷ এই লুকেই ‘মিঠাই’ হয়ে দর্শকমন জয় করেছেন সৌমিতৃষা কুন্ডু। তবে সেই লম্বা চুল যদিও এখন অতীত। কাজের স্বার্থেই চুল কেটে তাঁকে ছোট করতে হয়েছে।
কিন্তু এর থেকেও বড় সমস্যা হল সৌমিতৃষার খুব মাথা গরম। মাথা গরম হয়ে গেলে তিনি নিজেকে কীভাবে সামলান। দর্শকদের পছন্দের সৌমিতৃষা জনপ্রিয় সামাজিক মাধ্যমেও৷ মাঝে মাঝেই নিজের জীবনের টুকরো খবর শেয়ার করেন ইনস্টাগ্রাম-ফেসবুকে।
নিজের ইনস্টা হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছেন সৌমিতৃষা কুন্ডু। সেখানে দেখা যাচ্ছে মাঝ রাস্তায় বসে রয়েছেন অভিনেত্রী। আর ক্যাপশনে লেখা, পাহাড়ে নিয়ে গেলে সৌমিতৃষার মাথা ঠান্ডা করা যায়।
পড়ুন: হঠাৎ রুক্মিনীর এই সাজের কারণ কী, কীসের ইঙ্গিত দিচ্ছেন অভিনেত্রী?
তবে বৃষ্টিভেজা দিনে পাহাড়ে কতটা আনন্দ উপভোগ করা যায় সেটাই সকলকে বোঝাতে চেয়েছেন অভিনেত্রী।
একই সঙ্গে তিনি এটাও জানিয়েছেন, মাথা গরম হলে কী করে তাঁকে ঠান্ডা করা যায়। তাঁর কথায়, ‘সৌমিতৃষাকে পাহাড়ে নিয়ে যাও’।
দেবের আগামী ছবি ‘প্রধান ‘-এ তিনি লিড নায়িকা। তাঁকে দেখা যাবে দেবের নায়িকা হিসেবে। এটিই সৌমিতৃষার জীবনে প্রথম বড় ছবি। প্রথম ছবিতেই কীভাবে দেবের সঙ্গে তিনি কাজের সুযোগ পেয়ে গেলেন। এই নিয়েও বিস্ত্র জলঘোলা হয়েছে নেটপাড়ায়।
রিপোর্ট অনুযায়ী, ২০২৪- এর ডিসেম্বরে মুক্তি পাবে দেব-সৌমিতৃষা জুটির ডেবিউ মুভি ‘প্রধান’।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us

