বিশ্বমঞ্চে দেশের নাম উজ্জ্বল করার পর থেকেই শুভেচ্ছাবার্তার বন্যায় ভাসছে সম্পূর্ণ ‘আরআরআর’ টিম। নাটু নাটু গানের জন্য অ্যাকাডেমি পুরস্কার জিতেছে এমএম কিরাবাণীর এই গান। বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছে ‘আরআরআর’। তার মধ্যেই আবার বড় সুখবর।
অস্কার অনুষ্ঠানে ‘আরআরআর ২’ প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে জুনিয়র এনটিআর বলেন, ‘আরআরআর’এর সিক্যুয়েল যে আসবে সেই বিষয়ে তিনি নিশ্চিত। তবে শ্যুটিং কবে থেকে শুরু হবে তা এখনও জানেন না অভিনেতা। সাউথ সুপারস্টারের কথায়, পরিচালক রাজামৌলী এখনও এই বিষয়ে কিছু জানাননি।
শ্যুটিংয়ের নির্দিষ্ট তারিখ না জানা গেলেও দক্ষিণী অভিনেতার উত্তরে এটা স্পষ্ট যে এসএস রাজামৌলি ‘আরআরআর’ ছবির দ্বিতীয় সিক্যুয়েল বানাতে চলেছেন।
রাজামৌলী পরিচালিত ছবিতে দুর্দান্ত অভিনয় করে বিশ্বজোড়া খ্যাতি আদায় করেছেন রাম চরণ এবং জুনিয়র এনটিআর। ভারতের সিনেপ্রেমী মানুষরা তো বটেই, বিদেশের দর্শকরাও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন এই দুই দক্ষিণী অভিনেতাকে। গত বছর ‘আরআরআর’ দেখার পর থেকেই ‘আরআরআর ২’র জন্য অপেক্ষা করছেন দর্শকরা। অস্কার জেতার পরই দর্শকদের সুখবর দিয়ে দিলেন জুনিয়র এনটিআর।
অস্কার, গোল্ডেন গ্লোবের মতো পুরস্কার জিতে দেশকে গর্বিত করা ‘আরআরআর’ ছবিটি তৈরি হয়েছে দক্ষিণ ভারতের দুই স্বাধীনতা সংগ্রামীর জীবনের ওপর ভিত্তি করে। রাজামৌলী পরিচালিত এই ছবিতে আল্লুরি সীতারাম রাজু এবং কোমারাম ভীমের কাহিনীর সাক্ষী থেকেছেন দর্শকরা। ফের একবার তাঁদের কাহিনী পর্দায় ফুটে উঠবে, জানিয়ে দিলেন পর্দার ভীম তথা জুনিয়র এনটিআর।
বিনোদনের সব খবর পড়তে দেখুন খবর অনলাইন।