‘কুরসি কি পেটি বাঁধ লিজিয়ে’…, টলি পাড়ায় একসাথে জুটি বাঁধছেন রাজ ও সৃজিত

জুটি বাঁধছেন একসঙ্গে। টলিউডের নামি-দামী পরিচালক রাজ চক্রবর্তী ও সৃজিত মুখোপাধ্যায় একসঙ্গে কাজ করতে চলেছেন। সোশ্যাল মিডিয়ার পোস্ট তেমনটাই ইঙ্গিত দিচ্ছে।

সম্প্রতি টুইটারে এসভিএফের কর্ণধার মহেন্দ্র সোনি একটি টুইট করেন। এক টুইটেই শোরগোল পড়ে গেছে টলিপাড়ায়। মহেন্দ্র সোনির পোস্ট-জুড়ে রাজ-সৃজিতের ছবি। শাহরুখ খানের ‘পাঠান’ স্টাইলেই মহেন্দ্র সোনি বলেন, ‘কুরসি কি পেটি বাঁধ লিজিয়ে, মৌসম বিগাড়নেওয়ালা হ্যায়।’ 

 তবে কী বিষয়ে ছবি বানানো হবে। সেইসব এখনও খোলসা করেননি কেউই। উলটে গোটা ব্যাপারটা রহস্যই রাখতে চান সৃজিত ও রাজ।

এই এসভিএফ প্রযোজনা সংস্থার হাত ধরেই পরিচালক হিসেবে টলিপাড়ায় শিঁকে ছিঁড়েছিলেন রাজ চক্রবর্তী। তবে পরবর্তীতে নিজের প্রযোজনা সংস্থা খোলেন। তাঁর প্রযোজিত সিনেমাও বক্সঅফিসে ভালো ব্যবসা করেছে।

অন্যদিকে, মহেন্দ্র সোনির প্রযোজনা সংস্থার প্রায় ঘরের লোক সৃজিত মুখোপাধ্যায়। এই সংস্থার ব্যানারেই একাধিক ‘হিট’ ছবি-সিরিজ উপহার দিয়েছেন পরিচালক। 

ছবি- টুইটার

বিনোদনের সব খবর পড়তে দেখুন খবর অনলাইন।

 

বিজ্ঞাপন