বেশ কিছুদিন ধরেই দক্ষিণী সিনেমার জনপ্রিয়তা তুঙ্গে। ইতিমধ্যে বলিউডেও রমরমিয়ে ব্যবসা করেছে দক্ষিণের সিনেমা। সম্প্রতি ‘আরআরআর’ ছবির বক্স অফিস কালেকশন দেখে দক্ষিণের সিনেমা যে কতটা জনপ্রিয় হয়েছে তা ভালোই বোঝা যাচ্ছে। এই ছবিতে দক্ষিণের দুই সুপারস্টার রামচরণ ও জুনিয়র এনটিআর-এর অভিনয় প্রশংসিত হয়েছে সব মহলে।
কিন্তু বর্তমানে তিনি কত টাকার মালিক সেটা কী জানেন। সূত্রের খবর, ‘আরআরআর’ খ্যাত এই অভিনেতা ১৩০০ কোটি টাকার মালিক। হায়দরাবাদের জুবলি হিলের বিলাসবহুল বাড়িতে থাকেন রাম চরণ। খবরানুযায়ী, এই বাংলোটির মূল্য ৩৮ কোটি।
এছাড়া রয়েছে বিলাসবহুল গাড়িও। গাড়ির প্রতি নাকি অভিনেতার বিশেষ টানও রয়েছে। রোলস রয়েস প্যন্থমের মতো লাক্সরি গাড়ি রয়েছে অভিনেতার গ্যারাজে। এই গাড়িটির মূল্যও প্রায় কয়েক কোটি। এছাড়াও রয়েছে তিন কোটির অ্যাস্টন মার্টিন ভি এইট। ঘড়ির কালেকশনও রয়েছে প্রচুর। বেশ কয়েকটি দামী ব্র্যান্ডের হাতঘড়ি রয়েছে। সূত্রের খবর, তাঁর প্রায় ৩০ টি মতো হাতঘড়ি রয়েছে।
রাম চরণ শুধুমাত্র একজন দক্ষিণের জনপ্রিয় অভিনেতাই নন, একজন সফল ব্যবসায়ীও বটে। ট্রু এয়ার লাইন্স কোম্পানির চেয়ারম্যান পদে তিনি রয়েছেন।
এছাড়া সমাজমাধ্যমেও খুবই জনপ্রিয় রামচরণ। টুইটারে তাঁর অনুগামীর সংখ্যা ৩০ লক্ষ। যদিও তিনি মাত্র ছ’জনকে অনুসরণ করেন। কারা তাঁরা?
টুইটারে যাঁদের অনুসরণ করেন রামচরণ, তার মধ্যে প্রথম নাম অবশ্যই তাঁর বাবা তথা তেলগু সুপারস্টার চিরঞ্জীবী। বাবা যে তাঁর খুব প্রিয়, প্রায়ই বিভিন্ন সাক্ষাৎকারে বলে থাকেন রামচরণ।
ছবি- ইন্সটাগ্রাম
খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন