Homeবিনোদনচুপিচুপি সমুদ্র সৈকতে কী করছেন এই  দুই দক্ষিণী তারকা?

চুপিচুপি সমুদ্র সৈকতে কী করছেন এই  দুই দক্ষিণী তারকা?

প্রকাশিত

ফের খবরের শিরোনামে এই তারকা জুটি। একসঙ্গে ছুটি কাটাতে উড়ে গিয়েছিলেন নির্জ্ন সমুদ্র সৈকতে।

এই প্রথম নয়, আগেও বিজয়-রশ্মিকাকে নানা অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছে।

নিজেদের মধ্যে তাঁরা মশগুল হয়ে যান দেখা হলেই।

তবু প্রেমের নামগন্ধ স্বীকার করতে নারাজ।

তবে এইবার দু’জনকেই সমুদ্রসৈকতে রিল্যাক্স করতে দেখা গিয়েছে।

হলি ডে ডেস্টিনেশনে সময় কাটানোর ছবি আপলোড করেই নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা।

অন্যদিকে, রশ্মিকাও নিজের সানকিসড ছবি আপলোড করে লিখেছেন, “হ্যালো ২০২৩।”

তবে নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একই জায়গায় ঘুরতে যাওয়ার ছবি আপলোড করেছেন দুই তারকা।

তাতে ভক্তগণদের এই সহ্জ বিষয়টি বুঝে নিতে আর অসুবিধা হয় নি।

এর আগেও বহুবার একই ডেস্টিনেশনে তাদেরকে পাড়ি দিতে দেখা গিয়েছে।

রশ্মিকার বলিউডে ডেবিউ হয়েছে গুডবাই ছবির সূত্র ধরে। 

ছবিতে দক্ষিণী ইন্ডাস্ট্রির এই দুই সুপারস্টারকে একসঙ্গে দেখা যায়নি ঠিকই।

তবে রশ্মিকার বক্তব্য, “তাঁদেরকে নিয়ে এই মজার গসিপগুলো হয় তা বেশ তিনি উপভোগ করেন। তাঁরা দু’জনেই কর্মসূত্রে শুধুমাত্র ভলো বন্ধু ছাড়া আর কিছু না।”

করণ জোহরের কফি কাউচে এসে বিজয় দেবেরাকোন্ডা জানান, রশ্মিকা মন্দানাকে নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছিলেন।

বিজয় বলেছিলেন, “আমি রশ্মিকার সঙ্গে দুটি ছবিতে কাজ করেছি। ও খুব মিষ্টি একটা মেয়ে। ওকে খুব ভালোবাসি। সত্যিই খুব ভালো বন্ধু।”

স্পষ্টভাবে দু’জনের দিক থেকেই কোনও সদুত্তর ঠিকভাবে পাওয়া যায় নি।

তাই এখন তাঁদের ভিতরের রসায়নে কী চলছে সেই খবর সময়ই বলবে।

ছবি সৌজন্যে- ইন্সটাগ্রাম।

বিনোদনের খবর আরও বেশি জানতে পড়ুন খবর অনলাইন।

সাম্প্রতিকতম

তেলঙ্গনায় মুখ্যমন্ত্রীর দৌড়ে রেবন্ত রেড্ডি, শপথ কবে

হায়দরাবাদ: তেলঙ্গনার পরবর্তী মুখ্যমন্ত্রী হতে পারেন রেবন্ত রেড্ডি। কার্যত তাঁর নেতৃত্বেই বিআরএস দুর্গে ফাটল...

শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড় হচ্ছে মিগজাউম, পশ্চিমবঙ্গেও দুর্যোগের পূর্বাভাস

কলকাতা: ঘূর্ণিঝড় মিগজাউমের সরাসরি প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গে। তবে ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায়...

মধ্যপ্রদেশ বিজেপির হাতেই, পদ্ম ফুটল রাজস্থান, ছত্তীসগঢ়েও! তেলঙ্গনায় মুখরক্ষা কংগ্রেসের

মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, রাজস্থান ও তেলঙ্গানা বিধানসভা নির্বাচনের ভোটগণনা রবিবার। সকাল ৮টার সময় শুরু হয়...

টি২০ সিরিজ: অক্ষরের বোলিং আর রিঙ্কুর ব্যাটিং-এ ভর করে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ দখল ভারতের  

ভারত: ১৭৪-৯ (রিঙ্কু সিং ৪৬, যশস্বী জয়সোয়াল ৩৭, বেন ডোয়ারসুইশ ৩-৪০, তনবীর সংঘ ২-৩০) অস্ট্রেলিয়া:...

আরও পড়ুন

কলকাতা চলচ্চিত্র উৎসবের কাউন্টডাউন শুরু

কলকাতা: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য মুখিয়ে থাকেন দেশ-বিদেশের অনেকেই। ৫ ডিসেম্বর শুরু হচ্ছে...

কেটেছে উত্তরকাশীর সুড়ঙ্গ সংকট, এ বার ছবি তৈরির জন্য দৌড়াদৌড়ি বলিউডে

দর্শকের আবেগ স্পর্শ করার সবচেয়ে শক্তিশালী মাধ্যম হল বাস্তবের কাহিনি বা সত্য ঘটনা। কালজয়ী...

স্বর্ণসংস্থার পঞ্জি স্কিমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার অভিযোগ, অভিনেতা প্রকাশ রাজকে ইডির তলব

প্রণব জুয়েলার্স নামে স্বর্ণসংস্থাটি অক্টোবর মাসেই ঝাঁপ বন্ধ করে দেয়। এর পর সংস্থাটির বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয়।