ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন বলিউড অভিনেতা সানি দেওলের ছবি গদরের সিক্যুয়েলের জন্য।
সানি দেওল তার ইনস্টাগ্রাম পেজে ‘গদর ২’ ছবির ফার্স্ট লুক পোস্টার শেয়ার করেছেন। এই পোস্টে সানি দেওলকে কুর্তা ও পায়জামা পরা অবস্থায় দেখা যাচ্ছে। মাথায় পাগড়ি পরা সানি দেওল হাতে হাতুড়ি ধরে আছেন। পোস্টারে সানি দেওলকে বেশ ক্রুদ্ধ মুখে দেখা যাচ্ছে। সেই সঙ্গে পোস্টারে লেখা আছে হিন্দুস্তান জিন্দাবাদ। ছবির পোস্টার শেয়ার করে সানি দেওল লিখেছেন, ‘হিন্দুস্তান জিন্দাবাদ হ্যায়… জিন্দাবাদ থা অর জিন্দাবাদ রহেগা’।
ফের একবার সানি-অমিশা জুটিকে রুপোলি পর্দায় দেখতে মুখিয়ে রয়েছে দর্শক। ছবির প্রযোজনায় রয়েছে জি স্টুডিও। গদর ২-এর এই লুকে কালো পোশাক আর পাগড়িতে দেখা গেল ‘তারা’ সানিকে। গালভর্তি চাপ দাড়ি রয়েছে। দু-দশক পর এখন অনেকটা পরিণত তারা, তাঁর চোখের দৃপ্ত দৃষ্টি। হাতে বড় হাতুড়ি নিয়ে আছে।
এই স্বাধীনতা দিবসে দুই দশক পর ভারতীয় সিনেমার সবচেয়ে বড় সিক্যুয়েল আসছে। ‘গদর ২’ ১১ আগস্ট ২০২৩-এ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
ছবি সৌজন্যে- ইন্সটাগ্রাম।
বিনোদনের খবর আরও বেশি জানতে পড়ুন খবর অনলাইন।