টলিউডের হট সেনসেশন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী। যিনি সবসময় থাকেন আলোচনার শীর্ষে। যিনি কেড়ে নিয়েছেন লাখো পুরুষের রাতের ঘুম। বর্তমানে অভিনয় ক্যারিয়ারে তিনি বেশ ব্যস্ত সময় পার করছেন।
বরাবরই ছক ভাঙতে তিনি ওস্তাদ। সে অভিনয়েই বলুন বা নিত্যনতুন কোনো ফটোশ্যুটে। যদিও এই নিয়ে তাকে কম কটাক্ষ শুনতে হয়না। কিন্তু তাতে কুচ পরোয়া নেই অভিনেত্রীর। বরং নিজের ছন্দেই তিনি সাজিয়েছেন নিজের জীবন। তবে সোজাসাপ্টা কথার জন্যও বিভিন্ন সময় খবরের শিরোনাম হন তিনি।
১ অগাস্ট সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি শেয়ার করেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। ছবি দেখে আপ্লুত অনুরাগীরা। স্বস্তিকা মুখোপাধ্যায়ের শেয়ার করা নতুন ছবিতে দেখা যাচ্ছে, সাদার উপরে নীল রঙের ওয়ের্স্টান আউটফিটে নজর কাড়তে।
ছবির ক্যাপশনে স্বস্তিকা মুখোপাধ্যায় লিখেছেন, ‘এলবিডি হলেই একটু নীল জামা।’ ছবির ক্যাপশনে এক অনুরাগী লিখেছেন, ‘মিষ্টি লাগছে দেখতে।’ আরেক ভক্ত লিখেছেন ‘বিউটিফুল লেডি।’
পড়ুন: যশ ও নুসরত কী ভয়ে লুকিয়ে রাখেন ছেলে ঈশানকে? কী জানালেন অভিনেতা?
টলিপাড়ার অন্যতম সুন্দরী নায়িকা তিনি। বয়স চল্লিশের কোঠায় পৌঁছালেও তার রূপে আজও মজে হাজার পুরুষ। শুধু টলিউডই নয় বরং বলিউডের তিনি নিজের জায়গা করে নিয়েছেন। নিজের ট্যালেন্টের জোরেই তিনি এখন প্যান ইন্ডিয়া স্টার।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন