টলিউড ইন্ডাস্ট্রির অত্যন্ত চর্চিত জুটি হলেন অভিনেত্রী নুসরত জাহান এবং অভিনেতা যশ দাশগুপ্ত। ‘সশ কলকাতা’ ছবিতে একসঙ্গে কাজ করার পর থেকে আচমকাই তারা একে অপরের কাছাকাছি আসতে শুরু করেন। ভালোলাগা থেকে ভালোবাসা তারপর বিয়ে এবং পরে সন্তান ঈশানের জন্ম।
যদিও তা নিয়ে একসময় তুমুল বিতর্ক শুরু হয়েছিল। এই সিনেমার শুটিংয়ের সময় নুসরত বিবাহিত ছিলেন নিখিল জৈনের সাথে। কিন্তু পরবর্তীতে নিখিলের সাথে বিয়ে অস্বীকার করেন অভিনেত্রী। তারপরেই কার্যত বোমা ফাটিয়ে প্রকাশ্যে আসে নুসরতের মা হওয়ার খবর।
তবে ছেলে ঈশানকে সেভাবে কেন প্রকাশ্যে আনেন না এই জুটি। এই নিয়ে বিস্তর আলোচনা চলতে থাকে সোশ্যাল মিডিয়া জুড়ে।
নিজের ব্যক্তিগত জীবনটা আড়ালে রাখতেই পছন্দ করেন যশ। তাই তিনি চান বড় ছেলেরে রেয়াংশের মতোই ঈশান ছোট থেকেই সোশ্যাল মিডিয়া থেকে দূরেই থাকুক। ঈশানের জন্মের পর প্রথম দিওয়ালিতেই তার ছবি প্রকাশ্যে এনেছিলেন নুসরত। যদিও সে সময়ে ঈশান ঘুমন্ত ছিল। পরে একবার সান্টার সাজে ঈশানের সঙ্গে ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী। ওটাই শেষ তারপর থেকে এখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় দেখা নেই ছোট্ট ঈশানের।
পড়ুন: ফের একসঙ্গে জুটি বেঁধেছেন পরমব্রত, রাইমা ও রুদ্রনীল, আসছে ‘হাওয়া বদল’-র সিক্যুয়েল
ছেলে ঈশান কোন ধর্ম পালন করবেন, বাবা না মায়ের এই প্রশ্নেরও সম্মুখীন হতে হয়েছেন নুসরত জাহান। তিনিও চুপ থাকার পাত্রী নন।
ছেলের প্রসঙ্গে নুসরত জানিয়েছেন, ‘ঈশানকে একজন ভালো মানুষ হিসেবে বড় করে তুলতে চাই। আমি মুসলিম যশ হিন্দু, আমাদের সন্তান ঈশান হবে ধর্মনিরপেক্ষ ভারতের প্রতীক। ছেলে দুই ধর্মকেই চিনবে। ঠিক যেমনভাবে দূর্গাপুজো, কালীপুজো হয় তেমন ভাবেই ইদ ও বড়দিন উৎসব পালন করবে ঈশান। ছেলের সামনে ধর্মনিরপেক্ষতার উদাহরণ এভাবেই প্রতিস্থাপন করতে চান যশ ও নুসরত’।
ভিডিও- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন