Homeবিনোদন‘আধ্যাত্মিক যাত্রা’য় গিয়েছিলাম, ফেরার পরিকল্পনা ছিল না’, মুখ খুললেন ‘তারক মেহতা…’র অভিনেতা...

‘আধ্যাত্মিক যাত্রা’য় গিয়েছিলাম, ফেরার পরিকল্পনা ছিল না’, মুখ খুললেন ‘তারক মেহতা…’র অভিনেতা গুরুচরণ সিং

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: এত দিন পরে মুখ খুললেন বিখ্যাত সিরিয়াল অভিনেতা গুরুচরণ সিং। দিল্লির বাড়ি থেকে বেরিয়ে ২৫ দিন নিপাত্তা থাকার পর গত ১৭ মে তিনি ফিরে আসেন। এত দিন চুপচাপ ছিলেন। এবার তিনি তাঁর অন্তর্ধান রহস্য নিয়ে মুখ খুললেন। বললেন, প্রচারের আলোয় থাকার জন্য এটা তাঁর কোনো কৌশল ছিল না। তিনি এক ‘আধ্যাত্মিক যাত্রা’য় গিয়েছিলেন।

চলতি মাসের গোড়াতেই গুরুচরণ সিং তাঁর কর্মস্থল মুম্বইয়ে এসেছেন। ‘দ্য টাইমস অফ ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে গুরুচরণ বলেছেন, “মা-বাবার প্রভাবে আমি বরাবরই আধ্যাত্মিক। জীবনের ঠিক এই সময়ে মনটা কেমন যেন ভেঙে পড়ছিল। আমি ঈশ্বরের আশ্রয় নিলাম। আমি ‘আধ্যাত্মিক যাত্রা’য় চলে গেলাম। ফিরে আসার কোনো পরিকল্পনা ছিল না। অনেকেই ভেবেছিল, বোধহয় প্রচারবাজির জন্য আমি প্ল্যান করে বাড়ি ছেড়ে চলে গিয়েছি। কিন্তু এটা সত্যি নয়। আমি যদি প্রচারই চাইতাম, তা হলে ‘তারক মেহতা কা উলটা চশমা’-য় কাজ করে আমার যে পাওনা পড়ে আছে, তা নিয়ে ইন্টারভিউ দিতে পারতাম। এটা করার জন্য আমি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে পারতাম। কিন্তু তা করিনি। বাড়ি ফিরে আসার পরেও আমি কোনো ইন্টারভিউ দিইনি। কিন্তু আমি এখন কথা বলছি কারণ মানুষ আমার সম্পর্কে যে সব কথা বলছে, আমি সে সব পরিষ্কার করে ব্যাখ্যা করতে চাই।”

গুরুচরণ আরও বলেন, তিনি চান তাঁকে কাজ দিয়ে অভিনয় শিল্পজগৎ তাঁকে সাহায্য করুক। তিনি বলেন, “আমি ফিরে এসেছি। আমি অনেক কাজ করতে চাই। আমার যে সব ধার-বাকি আছে সে সব এক এক করে শোধ করে দিতে চাই। আমার কাজের মধ্য দিয়েই সেটা সম্ভব হতে পারে। আমি কঠিন পরিশ্রম করতে সদাই প্রস্তুত। আমি বুঝতে পেরেছি, জীবনের অন্যান্য দায়িত্ব পালন করার পরেও আমি আমার আধ্যাত্মিক যাত্রা চালিয়ে যেতে পারি।”

মুম্বই যাবেন বলে ২২ এপ্রিল ঘর থেকে বেরোন গুরুচরণ সিং। মুম্বই বিমানবন্দর তাঁকে আনার জন্য সেখানে হাজির ছিলেন তাঁর বন্ধু ভক্তি সোনি। কিন্তু গুরুচরণ মুম্বই যাননি। তিনি ফিরে আসার পর দিল্লি পুলিশ তাঁকে জেরা করে এবং স্থানীয় আদালতে তাঁর বিবৃতি রেকর্ড করা হয়। জনপ্রিয় সিরিয়াল ‘তারক মেহতা কা উলটা চশমা’-য় রোশন সিং সোধির চরিত্রে অভিনয় করে নাম করেন গুরুচরণ সিং।

আরও পড়ুন

২৫ দিন পর বাড়ি ফিরে এলেন ‘তারক মেহতা…’র ‘নিখোঁজ’ অভিনেতা গুরুচরণ সিং

নিখোঁজ ‘তারক মেহতা’ খ্যাত গুরুচরণ সিং শীঘ্রই বিয়ে করতেন, অভিনেতা আর্থিক সংকটেও পড়েছিলেন

‘তারক মেহতা…’র অভিনেতা গুরুচরণ সিং ইদানীং আধ্যাত্মিকতার দিকে ঝুঁকছিলেন, বলছেন আত্মীয়-বন্ধুরা  

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দার্জিলিং-সহ উত্তরের একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণে অল্পস্বল্প বৃষ্টি, কতদিন থাকবে মোন্থার প্রভাব?

ঘূর্ণিঝড় মোন্থা দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও তার প্রভাব পড়ছে গোটা বাংলায়। উত্তরবঙ্গে চার জেলায় লাল সতর্কতা জারি, দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রইল।

গুয়াহাটিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে মধ্যাহ্নভোজের আগেই চা-পানের বিরতি! কেন এই সিদ্ধান্ত? 

খবর অনলাইন ডেস্ক: টস, মধ্যাহ্নভোজের বিরতি, চা-পানের বিরতি, তার পর সে দিনের খেলা শেষ...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: ২০১৭ এর পুনরাবৃত্তি, জেমিমা-হরমনপ্রীতের ব্যাটের জোরে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ফাইনালে ভারত

অস্ট্রেলিয়া: ৩৩৮ (৪৯.৫ ওভার) (ফোবে লিচফিল্ড ১১৯, এলিসে পেরি ৭৭, অ্যাশলে গার্ডনার ৬৩, শ্রী...

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

আরও পড়ুন

৬ নভেম্বর শুরু ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উত্তম-সুচিত্রার ‘সপ্তপদী’ উদ্বোধনী ছবি

আলো, ক্যামেরা, অ্যাকশন— ফের চলচ্চিত্র উৎসবের শহর হয়ে উঠছে কলকাতা। আগামী ৬ নভেম্বর থেকে...

শাহরুখ খানের ৬০তম জন্মদিন উপলক্ষ্যে শুরু হচ্ছে দুই সপ্তাহব্যাপী ‘শাহরুখ খান ফিল্ম ফেস্টিভ্যাল’

খবর অনলাইন ডেস্ক: বলিউডের ‘কিং খান’ শাহরুখ খান এবার ভক্তদের জন্য নিয়ে আসছেন এক...

শতবর্ষে স্মরণ অভিনেতা সন্তোষ দত্তকে, কলকাতা চলচ্চিত্র উৎসবে বিশেষ প্রদর্শনী

‘জটায়ু’-খ্যাত অভিনেতা সন্তোষ দত্তের জন্মশতবর্ষে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আয়োজিত হচ্ছে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। নাতি পি রাজ জানিয়েছেন, প্রয়োজনে তিনি বিরল ছবি ও স্মারক সামগ্রী উৎসব আয়োজকদের সঙ্গে ভাগ করবেন।