Homeবিনোদন২৫ দিন পর বাড়ি ফিরে এলেন ‘তারক মেহতা…’র ‘নিখোঁজ’ অভিনেতা গুরুচরণ সিং...

২৫ দিন পর বাড়ি ফিরে এলেন ‘তারক মেহতা…’র ‘নিখোঁজ’ অভিনেতা গুরুচরণ সিং  

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: দিনপঁচিশেক ‘বেপাত্তা’ পর বাড়ি ফিরে এলেন হিন্দি সিরিয়ালের অভিনেতা গুরুচরণ সিং। জনপ্রিয় সিরিয়াল ‘তারক মেহতা কা উলটা চশমা’-এ রোশন সিং সোধির চরিত্রে অভিনয় করে নাম করেছেন গুরুচরণ। গত ২২ এপ্রিল থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত শুক্রবার ১৭ মে নিজেই ঘরে ফিরে এসেছেন।

মুম্বই যাবেন বলে ২২ এপ্রিল ঘর থেকে বেরোন গুরুচরণ সিং। মুম্বই বিমানবন্দর তাঁকে আনার জন্য সেখানে হাজির ছিলেন তাঁর বন্ধু ভক্তি সোনি। কিন্তু গুরুচরণ মুম্বই যাননি। চার দিন ধরে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো খবর না পাওয়ায় তাঁর বাবা হরগিত সিং দিল্লি পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি করেন। পুলিশ তাঁর সন্ধানে নামে।

দিল্লি পুলিশের প্রাথমিক তদন্ত থেকে জানা যায়, গুরুচরণকে শেষ দেখা গিয়েছিল দিল্লির পালাম বিমানবন্দরের কাছে। পালাম এলাকাতেই তিনি তাঁর ফোন ফেলে যান। উদ্ধার করা সিসিটিভি ফুটেজে দেখা যায়, পালাম এলাকাতেই অভিনেতা একটা ই-রিকশা থেকে আরেকটা ই-রিকশায় উঠছেন। প্রাথমিক তদন্তে পুলিশের মনে হয়েছিল, তিনি সব কিছু ছক কষে দিল্লির বাইরে চলে গিয়েছেন। 

পরিবার আর ঘনিষ্ঠ বন্ধুদের সূত্রে পুলিশ জানতে পারে, ইদানীং গুরুচরণ আধ্যাত্মিকতার দিকে ঝুঁকছিলেন। প্রায়ই আধ্যাত্মিকতার কথা বলতেন। এমনকি পাহাড়ে যাওয়ার কথাও নাকি বলতেন।

গুরচরণ সিংকে খুঁজে বার করার জন্য দিল্লি পুলিশ মুম্বইয়ে ‘তারক মেহতা কা উলটা চশমা’ সিরিয়ালের সেটে গিয়েছিল। তারা দিল্লি ও মুম্বইয়ের অন্তত ৫০ জনের কাছ থেকে গুরচরণ সিংয়ের উধাও হয়ে যাওয়া সম্পর্কে বয়ান নিয়েছিল। এ ছাড়াও অভিনেতার খোঁজ পাওয়ার জন্য তারা হরিয়ানা, পাঞ্জাব আর উত্তরাখণ্ডেও লোক পাঠিয়ে ছিল। কিন্তু এ ক’দিন গুরুচরণ পঞ্জাবেই ছিলেন এবং শেষ পর্যন্ত ঘরে ফিরে এলেন।     

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুরচরণ সিংয়ের সঙ্গে পুলিশ আধিকারিকদের যা কথাবার্তা হয়েছে তা থেকে জানা যাচ্ছে তিনি ধার্মিক যাত্রায় বেরিয়ে গিয়েছিলেন। গত ২৫ দিন ধরে তিনি অমৃতসর, লুধিয়নার মতো শহরে কয়েকটি গুরুদ্বারে থেকেছেন। শেষ পর্যন্ত তাঁর মনে হয়েছে, তাঁর ঘরে ফিরে যাওয়া উচিত এবং ঘরে ফিরে এসেছেন।

আরও পড়ুন

নিখোঁজ ‘তারক মেহতা’ খ্যাত গুরুচরণ সিং শীঘ্রই বিয়ে করতেন, অভিনেতা আর্থিক সংকটেও পড়েছিলেন

এখনও বেপাত্তা ‘তারক মেহতা…’র অভিনেতা গুরুচরণ সিং, পুলিশের সন্দেহ ‘উধাও’ হওয়ার ছক নিজেই কষেছিলেন

“হাম সব বহুত পরেশান হ্যাঁয়”, বললেন ‘তারক মেহতা…’র নিখোঁজ অভিনেতা গুরুচরণ সিংয়ের বাবা

‘তারক মেহতা…’র অভিনেতা গুরুচরণ সিং ইদানীং আধ্যাত্মিকতার দিকে ঝুঁকছিলেন, বলছেন আত্মীয়-বন্ধুরা

সাম্প্রতিকতম

বিশ্ব রাজনীতির অস্থিরতার মাঝে করুণার কণ্ঠস্বর: এক দশক ধরে পোপ ফ্রান্সিসের প্রগতিশীল পদচারণা

পোপ ফ্রান্সিসের এক দশকের পথচলায় উঠে এসেছে করুণা, জলবায়ু ন্যায়, শরণার্থী অধিকার ও গির্জার সংস্কারের বার্তা। রক্ষণশীলতার বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি হয়ে উঠেছেন সময়ের গুরুত্বপূর্ণ মানবিক কণ্ঠস্বর।

হিন্দু সমাজে জাতিভেদের অবসান চাই! ‘এক মন্দির, এক কুয়ো, এক শ্মশান’-এর ডাক মোহন ভাগবতের

জাতিভেদের বিভেদ ভুলে হিন্দু সমাজে ঐক্যের বার্তা দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। অলিগড় সফরে দিলেন সামাজিক সম্প্রীতির বার্তা।

কলকাতা বিমানবন্দরে যাত্রা হবে আরও দ্রুত! ডমেস্টিক ট্রান্সফারে চালু হচ্ছে ‘ডিজিযাত্রা’

কলকাতা বিমানবন্দরে এবার আরও দ্রুত ডমেস্টিক কানেক্টিং ফ্লাইটে যাত্রা সম্ভব। ডিজিযাত্রা চালু হচ্ছে ডমেস্টিক-টু-ডমেস্টিক ট্রান্সফার জোনে, উপকৃত হবেন হাজার হাজার যাত্রী।

সয়াবিন-সানফ্লাওয়ার তেলের ফ্যাট বাড়াচ্ছে প্রাণঘাতী স্তন ক্যানসারের ঝুঁকি! চাঞ্চল্যকর দাবি নিউইয়র্ক গবেষকদের

সয়াবিন ও সানফ্লাওয়ার অয়েলের লিনোলেইক অ্যাসিড ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যানসারের ঝুঁকি বাড়ায় বলে দাবি নিউইয়র্কের গবেষকদের। প্রাণঘাতী এই ক্যানসারের বিরুদ্ধে লড়াই কঠিন।

আরও পড়ুন

তিন মাসে ৯ কেজি ওজন কমালেন তামিল জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা, জানালেন রূপান্তরের রহস্য

তামিল সিনেমার জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা তিন মাসে ৯ কেজি ওজন কমিয়ে চমকে দিলেন ভক্তদের। পেশাদার সহায়তা, পুষ্টি, গাট হেলথ ও স্ট্রেংথ ট্রেনিংয়ের সমন্বয়ে মিলল ফল।

‘অতি উত্তম’-এ ইতিহাস, লিমকা বুক অফ রেকর্ডসে নাম সৃজিতের ছবির

মহানায়ক উত্তম কুমারের পুরনো ফুটেজ ব্যবহার করে নির্মিত সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘অতি উত্তম’ জায়গা করে নিল লিমকা বুক অফ রেকর্ডসে। মৃত্যুর ৪৪ বছর পর আবারও পর্দায় জীবন্ত উত্তম কুমার।

৪ ফুট ৮ ইঞ্চির অভিনেতার বাজিমাত! সলমান, প্রভাস, রণবীরকে টপকে ২২০০ কোটির ক্লাবে

'বিক্রম’ থেকে ‘জওয়ান’, একের পর এক ব্লকবাস্টার ছবিতে দেখা গেছে ৪ ফুট ৮ ইঞ্চি উচ্চতার জাফর সাদিককে। মাত্র ৫ বছরে ২২০০ কোটির ক্লাবে তাঁর অবদান, ছাপিয়ে গিয়েছেন বহু সুপারস্টারকে।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে