নীল শাড়িতে উষ্ণতা ছড়ালেন তাপসী, মুগ্ধ নেটমহল     

নীল শাড়িতে লাস্যময়ী তাপসী পান্নু।  মাঝে মধ্য়েই অভিনেত্রী নিজের নতুন ছবি শেয়ার করেন। এইবারও তাঁর উষ্ণ আবেদনময়ী ছবি দেখে নেটাগরিকরা মুগ্ধ।

তাপসীকে দেখা যাচ্ছে, স্লিভলেস ব্লাউজের সঙ্গে নীল শিফনের শাড়িতে। হাতে রয়েছে লাল চুড়ি, সঙ্গে কোমরবন্ধ।

হট এবং গ্ল্য়ামারাস লুকে সোশাল মিডিয়ায় উষ্ণতা ছড়িয়েছেন তাপসী।

ছবির ক্যাপশনে তাপসী পান্নু লিখেছেন, ‘পন্ডিত জি ক্য়াহেতে হ্যায়। না চলন সে না চাল সে, পেয়ার করনে ওয়ালো কো পারখো উনকে দিল কে হাল সে…।’ ছবি প্রসঙ্গে তিনি কিছু না লিখলেও ভক্তদের অনুমান, এটি ‘হাসিন দিলরুবা’-র সিক্যুয়েলেরই ছবি। আগামীতে শাহরুখ খানের সঙ্গে ‘ডাঙ্কি’ ছবিতে দেখা যাবে তাপসীকে। ইতিমধ্যেই দর্শকেরা দেখে ফেলেছেন তাঁদের লুক। প্রথমবার পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে জুটি বাঁধছেন শাহরুখ খান।

এই ছবিতে কিং খানের বিপরীতে কাজের প্রসঙ্গে তাপসী পান্নু বলেন, ‘এই সুযোগে আমি অত্যন্ত খুশি। কারণ, এই সুযোগ আমি শুধুমাত্র প্রতিভার জোরে পেয়েছি। কেউ কারও নাম বলে দেওয়ার জন্য আজ আর কেউ ফোন তোলে না। আমি এই ছবিতে কাজের সুযোগ পেয়েছি, কারণ, আমার কাজ কারও পছন্দ হয়েছে তাই।’   

ছবি- ইন্সটাগ্রাম

বিনোদনের সব খবর পড়তে দেখুন খবর অনলাইন।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন