মালাইকা আরোরা ও অর্জুন কাপুরের মধ্যে সম্পর্কের সমীকরণ প্রথম থেকেই বেশ গভীর। টানা দু’বছর ধরে তারা একে অন্যের সঙ্গে দিব্যি লিভইন সম্পর্কে রয়েছেন। তা নিয়ে গুঞ্জনেরও অভাব নেই।
কিন্তু আচমকা মালাইকার সাথে এয়ারপোর্টে কী হল। সেলফি তুলতে গিয়ে একেবারে হুমড়ি খেয়ে তাঁর ঘাড়ে এসে পড়েছে ভক্তগণরা।
বিমানবন্দরে নেমে মালাইকা ভুল গেট দিয়ে বেরোতে গিয়েই যত বিপত্তি।
বিমানবন্দরে সেলেব এসে পৌঁছলেই পাপারাৎজ্জিরা হুমড়ি খেয়ে পড়েন ছবি তোলার জন্য। ঠিক এই সময় এদিক-ওদিক থেকে হাজির হন বহু অনুরাগীরা। মালাইকাকে দেখতে পেয়েই একজন যুবক সেলফি তোলার আবদারে ফোন নিয়ে তাঁর দিকে এগিয়ে যায়। ছবি তুলতে গিয়ে রীতিমতো ঘাড়ের উপর গিয়ে পড়লেন যুবক। ব্যস, ক্ষেপে লাল মালাইকা! যুবককে ধাক্কা দিয়ে সরিয়ে গটগট করে সোজা হাঁটা দিলেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
হাজারও জল্পনা বিতর্কের সত্ত্বেও সম্পর্ক নিয়ে কোনও রাখঢাক রাখেননি তাঁরা। প্রথম থেকেই নিজেদের সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলতেই বেশি পছন্দ করেন। বয়সের ফারাক রয়েছে বিস্তর। তবে খুব একটা তা নিয়ে চিন্তিত নন এই জুটি।
মালাইকা আরোরা প্রায় কয়েক দশক ধরে তিনি বলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করে চলেছেন। যত দিন যাচ্ছে, ততই যেন তাঁর ফ্যাশনের নতুনত্ব দেখা দিচ্ছে। বয়স যে নিছকই একটা সংখ্যা মাত্র, তা এই অভিনেত্রীকে দেখলেই বোঝা যায়। নিঃসন্দেহে বলিউডের সেরা আইটেম ড্যান্সার। শাহরুখের সঙ্গে ছাইয়া ছাইয়া গানে ট্রেনের উপর সেই নাচের দৃশ্য তাঁকে দেশজোড়া খ্যাতি এনে দিয়েছে।
ভিডিও- ইন্সটাগ্রাম
বিনোদনের সব খবর পড়তে দেখুন খবর অনলাইন।