Homeবিনোদনকঙ্গনার কৃষি আইন মন্তব্যে তোলপাড়, ঘরে-বাইরে চাপে পড়ে ক্ষমা চাইতে বাধ্য হলেন...

কঙ্গনার কৃষি আইন মন্তব্যে তোলপাড়, ঘরে-বাইরে চাপে পড়ে ক্ষমা চাইতে বাধ্য হলেন অভিনেত্রী

প্রকাশিত

নয়াদিল্লি: হিমাচলপ্রদেশের মান্ডি থেকে বিজেপির সাংসদ এবং বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত মঙ্গলবার একটি বিতর্কিত মন্তব্য করেন, যা নিয়ে রাজনৈতিক মহলে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ২০২০ সালে কৃষক আন্দোলনের কেন্দ্রবিন্দুতে থাকা তিনটি কৃষি আইন সম্পর্কে কঙ্গনা বলেন, “এই আইনগুলি পুনরায় প্রয়োগ করা উচিত এবং কৃষকদেরই তা ফেরানোর দাবি করা উচিত।”

কঙ্গনা রানাউতের মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপি স্পষ্ট জানিয়ে দেয়, এই মন্তব্য তাদের দলের মতামতকে প্রতিফলিত করে না। বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া সাংবাদিকদের বলেন, “কঙ্গনা রানাউত এই ধরনের মন্তব্য করার জন্য বিজেপির তরফ থেকে অনুমোদিত নন এবং এই মন্তব্য বিজেপির অবস্থানকে উপস্থাপন করে না।”

কৃষি আইন প্রসঙ্গে কঙ্গনা বলেন, “আমি জানি এই মন্তব্যটি বিতর্কের জন্ম দিতে পারে, তবে আমি মনে করি যে প্রত্যাহার করা কৃষি আইনগুলি পুনরায় চালু করা উচিত। কৃষকদের নিজেদের ভালোর জন্য এই আইনগুলি ফেরানোর দাবি করা উচিত। তারা দেশের উন্নয়নের স্তম্ভ এবং আমি তাদের অনুরোধ করছি নিজেদের স্বার্থে এই আইনগুলি ফিরে পাওয়ার জন্য এগিয়ে আসতে।”

এই মন্তব্যের পরই বিজেপির তরফে কঙ্গনার সঙ্গে দূরত্ব বজায় রাখার বার্তা আসে। বিজেপির পক্ষ থেকে জানানো হয়, কঙ্গনা রানাউতের মন্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত এবং দল তাঁর বক্তব্যকে সমর্থন করে না।

কঙ্গনা রানাউত নিজের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আবারও প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, “আমার এই মন্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত এবং তা দলের অবস্থানকে প্রতিফলিত করে না। আমি জানি, আমার বক্তব্যে অনেকে হতাশ হয়েছেন।”

এরপর, কঙ্গনা এক ভিডিও বিবৃতি প্রকাশ করে নিজের মন্তব্যের জন্য অনুশোচনা প্রকাশ করেন। তিনি বলেন, “আমি শুধু একজন শিল্পী নই, আমি একজন বিজেপি কর্মীও। আমার মতামত ব্যক্তিগত হওয়া উচিত নয়, বরং দলের অবস্থানকে প্রতিফলিত করা উচিত। যদি আমার মন্তব্যে কেউ হতাশ হয়ে থাকেন, তবে আমি দুঃখ প্রকাশ করছি এবং আমার বক্তব্য ফিরিয়ে নিচ্ছি।”

এই ঘটনার পর কঙ্গনা রানাউতের মন্তব্য নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। বিজেপি থেকে দূরত্ব বজায় রেখে কঙ্গনার এই অনুশোচনা প্রকাশ করা কিছুটা পরিস্থিতি সামাল দেওয়ার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। তবে, কঙ্গনার মন্তব্য নিয়ে বিতর্ক এখনও চলমান, বিশেষ করে কৃষক আন্দোলন এবং কৃষি আইন নিয়ে যেখানে সংবেদনশীলতা প্রবল।

প্রসঙ্গত, প্রবল আন্দোলনের চাপে পড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার ২০২১ সালের নভেম্বরে বিতর্কিত এই আইনগুলি প্রত্যাহার করে নেয়।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এশিয়া কাপ: পাকিস্তান ধরাশায়ী, গ্রুপের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জিতল ভারত  

পাকিস্তান: ১২৭-৯ (শাহিবজাদা ফারহান ৪০, শাহিন শাহ আফ্রিদি ৩৩ নট আউট, কুলদীপ যাদব ৩-১৮,...

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় নেমে এলেন মানুষ, হৃদরোগে আক্রান্ত হয়ে ১ মহিলার মৃত্যু

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা। আতঙ্কে রাস্তায় ছুটে বেরোলেন মানুষ। ক্ষয়ক্ষতির মাত্রা এখনও স্পষ্ট নয়।

দক্ষিণদাড়ি ইয়ুথস, অ্যাসিড আক্রান্তদের লড়াইয়ে আলো ফেলছেন শিল্পী অনির্বাণ

২৫ বছরে দক্ষিণদাড়ি ইয়ুথসের দুর্গাপুজোর থিম ‘দহন’। শিল্পী অনির্বাণ দাস অ্যাসিড আক্রান্তদের যন্ত্রণা ও প্রতিবাদকে মণ্ডপসজ্জায় ফুটিয়ে তুলেছেন।

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

আরও পড়ুন

ED সমন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে, অবৈধ বেটিং অ্যাপ প্রচারের অভিযোগ

অবৈধ বেটিং অ্যাপের প্রচারের অভিযোগে ইডির সমন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে। আগামী ১৬ সেপ্টেম্বর তাঁকে হাজিরা দিতে হবে। বলিউড, দক্ষিণী তারকার পর এবার টলিউডে আইনি ঝড়।

‘ওরা শুধু বাঁচতে চাইছে’ মুম্বইয়ের প্রতিবাদ মঞ্চে যোগ দিয়ে প্যালেস্টাইনের পক্ষে সরব স্বরা ভাস্কর

অভিনেত্রী স্বরা ভাস্কর মুম্বইয়ে প্যালেস্টাইন সমর্থনকারী বিক্ষোভে যোগ দিলেন। ইজরায়েলকে অভিযুক্ত করে বললেন, ‘প্যালেস্টাইনি জনগণ কেবল বাঁচতে চাইছে।’

প্রয়াত প্রবীণ অভিনেতা অচ্যুত পোতদার, ‘৩ ইডিয়টস’-এর প্রফেসর চরিত্রে আজও অমর

৯১ বছর বয়সে প্রয়াত প্রবীণ অভিনেতা অচ্যুত পোতদার। ‘৩ ইডিয়টস’-এর প্রফেসর চরিত্রে আজও দর্শকদের মনে অমলিন। থানের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।