Homeবিনোদনভারতের অস্কার জয়: সেরা মৌলিক গান ‘নাটু নাটু’, সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র ‘দ্য...

ভারতের অস্কার জয়: সেরা মৌলিক গান ‘নাটু নাটু’, সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’  

প্রকাশিত

লস আঞ্জেলেস: দর্শক-শ্রোতা আর চলচ্চিত্র পর্যালোচকদের হৃদয় জিতে নিল ‘নাটু নাটু’। ‘আরআরআর’ ফিল্মের ‘নাটু নাটু’ গানটি জিতে নিল অস্কার। গানটি অস্কার জিতল মৌলিক গানের বিভাগে। একই সঙ্গে স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগে অস্কার জিতল তামিল ছবি ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’।   

লস আঞ্জেলেসে ৯৫তম অ্যাকাডেমি পুরস্কার প্রদান অনুষ্ঠান স্মরণীয় হয়ে থাকল ভারতের চলচ্চিত্রের ইতিহাসে। এস এস রাজামৌলি পরিচালিত এবং রাম চরণ ও জুনিয়র এনটিআর অভিনীত ‘আরআরআর’ ফিল্মের গান ‘নাটু নাটু’ অস্কার মঞ্চে সেরা মৌলিক গানের সম্মান পেল। পুরস্কার তুলে দেওয়া হয় গানের রচয়িতা চন্দ্র বোস ও সুরকার এম এম কিরাবাণীর হাতে। পুরস্কার প্রদান অনুষ্ঠানে রাজামৌলি, রাম চরণ ও জুনিয়র এনটিআর উপস্থিত ছিলেন।

সেরা মৌলিক গানের বিভাগে ‘নাটু নাটু’র প্রতিদ্বন্দী ছিল ‘টপ গান: ম্যাভেরিক’ ছবিতে লেডি গাগার গান ‘হোল্ড মাই হ্যান্ড’, ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’ ছবিতে রিহানার গান ‘লিফ্‌ট মি আপ’, ‘এভরিথিং এভরি হোয়্যার অল অ্যাট ওয়ান্স’ ছবির ‘দিস ইজ আ লাইফ’ এবং ‘টেল ইট লাইক আ উওম্যান’ ছবির অ্যাপ্লজ গানটি। সবাইকে টপকে সেরা হল ‘নাটু নাটু’।

রাহুল সিপলিগঞ্জ ও কালা ভৈরবের গাওয়া গানের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন স্টিভেন স্পিলবার্গ, জেমন ক্যামেরনের মতো কিংবদন্তি হলিউড পরিচালকরাও।

‘নাটু নাটু’র পাশাপাশি অস্কার জিতল ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। কার্তিকি গনজালভেস পরিচালিত এবং গুনিত মোঙ্গা প্রযোজিত তামিল ভাষার এই ছবিটি জিতে নিল সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্রের সম্মান।

‘আরআরআর’ এবং ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ ছাড়াও ৯৫তম অ্যাকাডেমি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিল ‘অল দ্যাট ব্রিদ্‌স’। শৌনক সেন ও আমন মানের তৈরি এই ছবি মনোনয়ন পেয়েছিল সেরা তথ্যমূলক কাহিনিচিত্রের (বেস্ট ডকুমেন্টারি ফিচার ফিল্ম) বিভাগে।

‘নাটু নাটু’ অস্কার জেতায় ‘টিম আরআরআর’কে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় চলচ্চিত্রজগতের দিকপালেরা। এঁদের মধ্যে রয়েছেন চলচ্চিত্র কিংবদন্তি রজনীকান্ত এবং চিরঞ্জীবী, আরআরআর-এর দুই অভিনেতা আলিয়া ভাট এবং অজয় দেবগণ, অ্যাকাডেমি পুরস্কার বিজেতা সুরকার এ আর রহমান, অভিনেতা হৃতিক রোশন, মহেশ বাবু প্রমুখ।      

আরও পড়ুন

মেটাল ড্রেসে চোখ ধাঁধালেন মনামী, তকমা পেলেন বাংলার উর্ফি

সাম্প্রতিকতম

ইউনিয়ন ব্যাঙ্কে ৫০০ পদে নিয়োগ, মাসে বেতন ৭০ হাজার, আবেদন করুন ২০ মে’র মধ্যে

ইউনিয়ন ব্যাঙ্কে অ্যাসিসট্যান্ট ম্যানেজার পদে ৫০০ শূন্যপদে নিয়োগ, অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু ৩০ এপ্রিল থেকে, শেষ তারিখ ২০ মে।

আন্তর্জাতিক ঋণপ্রদান নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে কড়া অবস্থান, IMF-বিশ্বব্যাঙ্ক-ADB-র সঙ্গে বৈঠকে বসছে ভারত

পাকিস্তানে আন্তর্জাতিক ঋণ কীভাবে ব্যবহার হচ্ছে, তা নিয়ে উদ্বিগ্ন ভারত। অর্থমন্ত্রক শীঘ্রই IMF, বিশ্বব্যাঙ্ক ও ADB-র সঙ্গে বৈঠকে বসছে ঋণের পরিমাণ কমানোর দাবিতে।

জাতীয় জনগণনায় জাতভিত্তিক গণনা অন্তর্ভুক্তির সিদ্ধান্ত, কেন্দ্র নিল আরও ৩ বড় পদক্ষেপ

জাতীয় জনগণনায় এবার জাতভিত্তিক তথ্য অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গঠিত কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কলকাতার ইতিহাস জানার সুযোগ, সাবর্ণ সংগ্রহশালায় ইন্টার্নশিপের সুযোগ ছাত্রছাত্রীদের জন্য

কলকাতার ইতিহাস ও সংস্কৃতি জানার দুর্দান্ত সুযোগ! সাবর্ণ সংগ্রহশালায় ছাত্রছাত্রীদের জন্য শুরু হচ্ছে বিশেষ ইন্টার্নশিপ প্রোগ্রাম।

আরও পড়ুন

তিন মাসে ৯ কেজি ওজন কমালেন তামিল জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা, জানালেন রূপান্তরের রহস্য

তামিল সিনেমার জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা তিন মাসে ৯ কেজি ওজন কমিয়ে চমকে দিলেন ভক্তদের। পেশাদার সহায়তা, পুষ্টি, গাট হেলথ ও স্ট্রেংথ ট্রেনিংয়ের সমন্বয়ে মিলল ফল।

‘অতি উত্তম’-এ ইতিহাস, লিমকা বুক অফ রেকর্ডসে নাম সৃজিতের ছবির

মহানায়ক উত্তম কুমারের পুরনো ফুটেজ ব্যবহার করে নির্মিত সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘অতি উত্তম’ জায়গা করে নিল লিমকা বুক অফ রেকর্ডসে। মৃত্যুর ৪৪ বছর পর আবারও পর্দায় জীবন্ত উত্তম কুমার।

৪ ফুট ৮ ইঞ্চির অভিনেতার বাজিমাত! সলমান, প্রভাস, রণবীরকে টপকে ২২০০ কোটির ক্লাবে

'বিক্রম’ থেকে ‘জওয়ান’, একের পর এক ব্লকবাস্টার ছবিতে দেখা গেছে ৪ ফুট ৮ ইঞ্চি উচ্চতার জাফর সাদিককে। মাত্র ৫ বছরে ২২০০ কোটির ক্লাবে তাঁর অবদান, ছাপিয়ে গিয়েছেন বহু সুপারস্টারকে।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে