এইবার ঈদে নয় বরং দূর্গাপুজোর পরেই একটি নতুন সিনেমা নিয়ে হাজির হলেন বলিউড সুপারস্টার সালমান খান।
আগামী ১২ই নভেম্বর ভারতবর্ষ জুড়ে মুক্তি পেতে চলেছে টাইগার থ্রি। টাইগার জিন্দা হে সিনেমার প্রায় ৬ বছর পর মুক্তি পেতে চলেছে এই তৃতীয় পর্ব। তবে সিনেমার কলাকুশলীরা পেয়েছেন কত টাকা পারিশ্রমিক এই ছবির জন্য।
সালমান খান-
এই সিনেমার প্রাণ ভোমরা সালমান খান। আবার বড় পর্দায় বড় ধামাকা নিয়ে আসছেন তিনি। এই সিনেমায় অভিনয় করার জন্য পেয়েছেন ১০০ কোটি টাকা। সালমান ছাড়া এই সিনেমার কথা ভাবাই যায় না। তাকে বড় পর্দায় দেখার জন্য উদগ্রীব দর্শকরা।
ক্যাটরিনা কাইফ-
বিয়ের পর প্রাক্তন প্রেমিকের সঙ্গে এটি প্রথম সিনেমা ক্যাটরিনা কাইফের। পর্দায় সালমান এবং ক্যাটরিনার রসায়ন কেমন হবে তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন সকলে। ক্যাটরিনা এই সিনেমার জন্য নিচ্ছেন ২০ কোটি টাকা।
ইমরান হাশমি-
এই প্রথম খলনায়কের চরিত্রে অভিনয় করবেন ইমরান হাশমি। সালমান খানের সঙ্গে প্রথম স্ক্রিন শেয়ার করবেন তিনি। টাইগার থ্রি সিনেমার জন্য আড়াই কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন ইমরান হাশমি।
রম্যা কৃষ্ণন-
দক্ষিণী তথা বলিউড এই সুপারস্টার খ্যাতি অর্জন করেছিলেন বাহুবলী সিনেমার হাত ধরে। টাইগার ৩ সিনেমাতে তিনিও একটি গুরুত্বপূর্ণ ভূমিকাতে অভিনয় করবেন বলে জানা যাচ্ছে। অভিনেত্রী এই সিনেমার জন্য নিয়েছেন ৮০ লক্ষ টাকা।
আশুতোষ রানা-
পাঠানের পর ফের আরও একবার পর্দায় আসতে চলেছেন আশুতোষ রানা। শাহরুখ খানের পর এইবার সালমান খানের সঙ্গে বড় পর্দা শেয়ার করতে চলেছেন তিনি। টাইগার থ্রি সিনেমার জন্য তিনি নিয়েছেন ৬০ লাখ টাকা।
সিনেমায় শাহরুখ খান অথবা নবাগতা হলিউড অভিনেত্রী মিশেল লি কত পারিশ্রমিক নিচ্ছেন সেটা এখনো জানা যায়নি। তবে আগামী দিনে এই সিনেমাটি যে কয়েক কোটি টাকার ব্যবসা করবে তা বলাই বাহুল্য। তবে তা পাঠান কিংবা জওয়ান ছবির সাফল্যকে ছাপিয়ে যেতে পারে কিনা সেটাই দেখার।
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন